নয়াদিল্লি, 29 অগস্ট:কবে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে, এই নিয়ে কেন্দ্রের কাছ থেকে নির্দিষ্ট সময়সীমা জানতে চাইল সুপ্রিম কোর্ট ৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটারামানি ও সলিসিটর জেনারেল তুষার মেহতাকে নির্দেশ দিয়েছে, কেন্দ্রের সঙ্গে কথা বলে এই নিয়ে আদালতে রিপোর্ট জমা দিতে ৷ এই বিষয়ে কেন্দ্রের রোডম্যাপ কী, তাও জানতে চেয়েছে শীর্ষ আদালত ৷
জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী 370 ধারা বাতিল ও এই রাজ্যকে ভেঙে লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত রাজ্য করার সিদ্ধান্তের বিরোধিতা করে একাধিক মামলা হয়ছে সুপ্রিম কোর্টে ৷ বর্তমানে 370 ধারা সংক্রান্ত সেই মামলাগুলিরই শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে ৷ প্রধান বিচারপতি ছাড়াও 5 সদস্যের এই সাংবিধানিক বেঞ্চে রয়েছেন বিচারপতি এসকে কৌল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি সূর্যকান্ত ৷
এদিন মামলার শুনানিতে প্রধান বিচারপতি কেন্দ্রের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতাকে উদ্দেশ্য করে বলেন, জম্মু-কাশ্মীরকে যে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে এবং স্থায়ীভাবে এই রাজ্যকে যে কেন্দ্রশাসিত অঞ্চল করা হবে না তা আদালতকে জানাতে হবে সরকারকে ৷ এর জবাবে সলিসিটর জেনারেল জানান, সরকারের তরফে সংসদেই বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, জম্মু-কাশ্মীরকে স্থায়ীভাবে কেন্দ্রশাসিত অঞ্চল করা হচ্ছে না ৷ স্বাভাবিক অবস্থা ফিরলে এই জম্মু-কাশ্মীরকে আবার রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে ৷ তাঁর কথায়, "আমরাও চাই জম্মু-কাশ্মীর আবার রাজ্যের মর্যাদা ফিরে পাক ৷"
আরও পড়ুন: অমৃতকালে 51 হাজার ‘অমৃত রক্ষক’কে নিয়োগপত্র বিলি প্রধানমন্ত্রী মোদির
2019 সালের 5 অগস্ট জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী 370 প্রত্যাহার করে নেয় কেন্দ্র ৷ সেদিন রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘোষণা করে জানিয়েছিলেন, কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে জম্মু-কাশ্মীরকে দুটি ভাগে ভাগ করার ৷ পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হবে লাদাখ ও জম্মু-কাশ্মীরে ৷ তবে স্বাভাবিক অবস্থা ফিরলে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে ৷ তবে কবে রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু-কাশ্মীর তা স্পষ্ট করে জানায়নি কেন্দ্র ৷ এদিন সেই সময়সীমাই জানতে চাইল শীর্ষ আদালত ৷