ভোপাল, 10 মার্চ:শুক্রবার দুপুরে নতুন 'ঘর' পাওয়ার কথা ছিল তার ৷ কিন্তু, তার দু'দিন আগেই 'নিরুদ্দেশ' হয়ে গেল সে ! আর তাতেই ঘুম ছুটেছে বনাধিকারিক থেকে শুরু করে বনকর্মীদের ৷ কারণ, যে 'নিরুদ্দেশ' হয়েছে বলে দাবি করা হচ্ছে, সে কোনও মানুষ নয় ৷ সে আসলে একটি পূর্ণবয়স্ক স্ত্রী রয়্যাল বেঙ্গল টাইগার (Tigress goes Missing in Madhya Pradesh) !
প্রয়াত প্রাক্তন মহারাজা তথা কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বাবা মাধবরাও সিন্ধিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মাধব জাতীয় উদ্যানে (Madhav National Park) একটি বাঘ ও দু'টি বাঘিনী ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কথা ছিল, শুক্রবার দুপুরে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, এই দু'জনে মিলে তিনটি বাঘ-বাঘিনীকে জঙ্গলে ছাড়বেন ৷ কিন্তু, সেই কর্মসূচি রূপায়নের আগেই জানা যায়, দু'টির মধ্যে একটি বাঘিনীর কোনও পাত্তা পাওয়া যাচ্ছে না ! এমনটা কীভাবে ঘটল, তা নিয়ে ইতিমধ্য়েই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ বন দফতর সূত্রে জানা গিয়েছে, তারা বহু চেষ্টা করেও হারিয়ে যাওয়া বাঘিনীর কোনও সন্ধান পায়নি ! তাই আপাতত 'হাতে থাকা' একটি বাঘ ও একটি বাঘিনীকেই জঙ্গলে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
যে বাঘিনীটি 'নিখোঁজ' বলে দাবি করা হচ্ছে, সেটি পান্না টাইগার রিজার্ভের বাসিন্দা ছিল ৷ সেখানকার ফিল্ড ডিরেক্টর বিজেন্দ্র ঝা জানিয়েছেন, গত দু'দিন ধরে ওই বাঘিনীর কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না ৷ গত 8 মার্চ (নারী দিবস) অন্য একটি বাঘ এবং একটি বাঘিনীকে প্রথমে ঘুম পাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয় ৷ এরপর দ্বিতীয় বাঘিনীটিকে ঘুম পাড়ানি গুলি ছুড়ে অজ্ঞান করার কথা ছিল ৷ কিন্তু, তখনই বোঝা যায়, ওই বাঘিনীটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ অনেক চেষ্টা করেও সেটিকে কোথাও 'ট্র্যাক' করা যায়নি ৷ এই খবর পাওয়ার পর থেকেই ঘুম ছুটে গিয়েছে বনাধিকারিক ও বনকর্মীদের ৷ তাঁরা এখন হন্যে হয়ে বাঘিনী খুঁজে বেড়াচ্ছেন ৷ কিন্তু, তাতে লাভ কিছুই হয়নি ৷
আরও পড়ুন:দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের মাটিতে 12টি চিতা, তাদের ঠিকানা কুনো
প্রসঙ্গত, গত 27 বছর ধরে মধ্যপ্রদেশের মাধব জাতীয় উদ্যানে কোনও বাঘ বা বাঘিনী ছিল না ৷ অথচ, এখানে বাঘের বসবাসের উপযুক্ত বাস্তুতন্ত্র ও পরিবেশ রয়েছে ৷ সেই কারণেই এই বনাঞ্চলে নতুন করে বাঘ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সেই পরিকল্পনা সুষ্ঠুভাবে পালন করতে না পেরে কিছুটা হলেও হতাশ বন দফতর ৷ তবে, তার থেকেও বড় চিন্তা হল, 'নিখোঁজ' বাঘিনী গেল কোথায় ? সে যদি কোনওভাবে লোকালয়ে ঢুকে পড়ে তাহলেই বিপদ ৷ অন্যদিকে, ওই বাঘিনীর সঙ্গে কোনও অঘটন ঘটেছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷