বালাগাভি, 7 ডিসেম্বর:বেঙ্গালুরুতেপথ দুর্ঘটনার জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত 2 ৷ বুধবার রাতে বেলাগাভি তালুকের দেবগিরি-বামবারাগা ক্রসের কাছে একটি টিপার ও গাড়ির মধ্যে সংঘর্ষ হয় ৷ দুর্ঘটনার অভিঘাতে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে দু’জনের ৷ মৃতরা হলেন বামবরাগা গ্রামের বাসিন্দা মোহন মারুতি বেলগাঁওকর (24) এবং মাচে গ্রামের সমীক্ষা দায়েকর (12)।
পুলিশ সূত্রে খবর, এদিন এক আত্মীয়ের বিবাহ অনুষ্ঠান থেকে বামরাগা গ্রামে ফিরছিলেন তাঁরা ৷ রাতের বেলায় রাস্তা ফাঁকা থাকায় গাড়ির গতিবেগ বেশি ছিল ৷ নিয়ন্ত্রণ হারিয়ে বামবারাগা ক্রসের কাছে একটি টিপারের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয় ৷ দুর্ঘটনার পর টিপারটির ডিজেল ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে ৷ আগুন ধরে যায়। গাড়িতে থাকা চার জনের মধ্যে 2 জনের মৃ্ত্যু হয়েছে ৷ গুরুতর আহত অবস্থায় অন্য দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহত মহেশ বেলগাঁওকর এবং স্নেহা বেলগাঁওকর বর্তমানে বেলগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।