পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Teacher teaches Math with Songs: গানের সুরে কঠিন অঙ্ক হয় সহজ ! নেপথ্যে জুনাগড়ের ক্রুণাল স্য়ার - গুজরাত

গুজরাতের জুনাগড়ের বাসিন্দা ও পেশায় শিক্ষক ক্রুণাল মারওয়ানিয়া ৷ ছাত্রছাত্রীদের গানের মাধ্যমে অঙ্ক শেখান তিনি (Teacher teaches Math with Songs) ৷

a Teacher from Junagadh of Gujarat teaches Math with Songs
ক্রুণাল স্যারের ক্লাস

By

Published : Mar 12, 2023, 4:56 PM IST

জুনাগড়, 12 মার্চ:অঙ্ক বড়ই কঠিন ! কিন্তু, সেই কঠিন অঙ্ককেই সহজ করে দিয়েছে গানের বোল, সুর, তাল, ছন্দ ! আর এই কাজ করে দেখিয়েছেন গুজরাতের জুনাগড়ের বাসিন্দা ক্রুণাল মারওয়ানিয়া ৷ ক্রুণাল পেশায় একজন শিক্ষক ৷ তাঁর বিষয় অঙ্ক এবং বিজ্ঞান ৷ পড়ুয়াদের এই দু'টি বিষয়ের পাঠ দিতে গানের আশ্রয় নিচ্ছেন তিনি (Teacher teaches Math with Songs) ৷ কিন্তু, কেন এই পদক্ষেপ ?

ইটিভি ভারতের প্রতিনিধিকে ক্রুণাল জানিয়েছেন, অঙ্ক এবং বিজ্ঞান এমন দু'টি বিষয়, যা বাচ্চারা ভীষণ ভয় পায় ৷ বিশেষ করে অঙ্ক কষার নামে অধিকাংশ পড়ুয়ারই যেন জ্বর আসে ! অন্যদিকে, বিজ্ঞানের সূত্র মুখস্থ করতে গিয়ে নাকানিচোবানি খায়, এমন পড়ুয়ার সংখ্যাও নেহাত কম নয় ৷

ক্রুণাল লক্ষ্য করেন, বাচ্চারা অঙ্ক কিংবা বিজ্ঞানের সূত্র মনে রাখতে না-পারলেও ছায়াছবির গান অনায়াসে মনে রাখতে পারে ৷ সেই কারণেই অঙ্ক ও বিজ্ঞানের সূত্র নিয়ে গান লেখেন তিনি ! তারপর প্রচলিত বিভিন্ন গানের সুর ধার করেই তাতে সুর দেন ৷ চেনা সুরে কঠিন সূত্র আয়ত্ব করতে ছাত্রছাত্রীদের খুব একটা অসুবিধা হচ্ছে না দেখে উৎসাহ বেড়ে যায় ক্রুণালের ৷ তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত মোট 20টি এমন গান লিখেছেন ৷ আরও লেখালিখির কাজ চলছে ৷ গানের পাশাপাশি, বাচ্চাদের পড়ানোর সময় যোগাসনের বিভিন্ন মুদ্রারও সাহায্য নিচ্ছেন ক্রুণাল ৷ তাতেও ভালোই কাজ হচ্ছে ৷

আরও পড়ুন:ইন্দোনেশিয়ার তরুণীকে বিয়ে হাথরসের যুবকের, দেখতে ভিড় এলাকাবাসীর

ক্রুণাল স্য়ারের এই 'আবিষ্কার' নজর কেড়েছে এলাকাবাসীর ৷ ছাত্রছাত্রী থেকে অভিভাবক, সকলেই তাঁর এই উদ্যোগের প্রশংসা করছেন ৷ পড়ুয়ারা বলছে, আগে অঙ্কের সূত্র মুখস্থ করতে তাদের কালঘাম ছুটে যেত ৷ কিন্তু, এখন বিষয়টি খুবই সহজ মনে হয় ৷ অন্যদিকে, অভিভাবকরা বলছেন, ভয়ে অঙ্কেরর বই ছুঁত না তাঁদের সন্তানরা ৷ বিজ্ঞানেও অনেকে ভালো নম্বর পেত না ৷ কিন্তু, ক্রুণালের প্রচেষ্টায় সেই ভয় কেটেছে ৷ বাচ্চারা ক্রুণাল স্যারের ক্লাস করতে ভীষণ ভালোবাসে ৷ ক্রুণালের পড়ুয়াদের মধ্যে অঙ্ক ও বিজ্ঞান নিয়ে আগ্রহ বেড়েছে ৷ কঠিন অঙ্কের সঠিক উত্তর পর্যন্ত এখন তাদের অবাধ যাতায়াত ৷ অভিভাবকরা বলছেন, ক্রুণালের মতো বাকি শিক্ষকদেরও এভাবেই বাচ্চাদের মন থেকে অঙ্ক, বিজ্ঞানের ভয় কাটানোর চেষ্টা করা উচিত ৷

ABOUT THE AUTHOR

...view details