পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Suspected Blast in Lalian : বিস্ফোরণ ? প্রধানমন্ত্রী সফরের আগে লালিয়ানে চাষের জমিতে ঝলসে উঠল আগুন - জম্মুর লালিয়ান গ্রামে বিস্ফোরণ

আজ উপত্যকায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জম্মু ও কাশ্মীরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ তারই মধ্যে চাষের জমিতে আগুনের ফুলকি ! তাহলে কি বিস্ফোরণ (Suspected Blast in Lalian) ?

Jammu and Kashmir Blast
জম্মুর লালিয়ান গ্রামে সন্দেহজনক বিস্ফোরণ

By

Published : Apr 24, 2022, 8:58 AM IST

Updated : Apr 24, 2022, 10:56 AM IST

লালিয়ান, 24 এপ্রিল : প্রধানমন্ত্রী সফরের আগে উত্তেজনা উপত্যকায় ৷ জম্মুর বিশনাহ-র লালিয়ান গ্রামে চাষের জমিতে হঠাৎ আলো ঝলসে ওঠে ৷ সেটি উল্কাপাত নাকি বিস্ফোরণ, সে বিষয়ে নিশ্চিত হয়নি গ্রামবাসী তথা পুলিশ ৷ জায়গাটি থেকে পল্লিগ্রামের দূরত্ব খুব বেশি নয় ৷ আজ পঞ্চায়েতি রাজ দিবসে সেখানেই যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (A suspected blast was reported in Lalian village of Bishnah Jammu) ৷

চাষের জমিতে আগুন ঝলসে উঠতে দেখে লালিয়ান গ্রামের বাসিন্দারা পুলিশে খবর দেয় ৷ জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, জম্মুর বিশনাহ এলাকার লালিয়ান গ্রামে চাষের জমিতে একটি সন্দেহজনক বিস্ফোরণের কথা জানিয়েছে গ্রামবাসীরা ৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

এদিকে 2019-এর 5 অগস্ট 370 ধারা বিলোপের পর এই প্রথম জম্মু ও কাশ্মীরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস উপলক্ষ্যে সাম্বা জেলার পল্লিগ্রাম পঞ্চায়েতে যাবেন তিনি ৷ সেখানে থেকে দেশের সব গ্রামসভার উদ্দেশ্যে ভাষণ দেবেন ৷ এছাড়া উপত্যকার উন্নয়নে 20 হাজার কোটি টাকারও বেশি অর্থমূল্যের একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷

জম্মুর লালিয়ান গ্রামে চাষের জমিতে আগুন দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসী

আরও পড়ুন : PM Modi in Jammu-Kashmir : 370 ধারা বিলোপের পর আজ প্রথম জম্মু-কাশ্মীরে প্রধানমন্ত্রী মোদি

প্রতি বছর পঞ্চায়েতি রাজ মন্ত্রক 24 এপ্রিল দিনটিকে 'জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস' (National Panchayati Raj Day, NPRD) হিসেবে পালন করে ৷ দেশে পঞ্চায়েত ব্যবস্থার (Panchayati Raj system) সাংবিধানিক অধিকার বজায় রাখা, জোরদার করাই এর উদ্দেশ্য ৷

প্রধানমন্ত্রী তাঁর শুভেচ্ছা বার্তা টুইট করেছেন, "সবাইকে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসে শুভেচ্ছা ৷ ভারতীয় গণতন্ত্রে ভিত্তিস্তম্ভ পঞ্চায়েত ৷ নতুন ভারতের উন্নতির শক্তি এর উপরেই ৷ আসুন, আজ আমরা আত্মনির্ভর ভারত গড়তে পঞ্চয়েতগুলিকে শক্তিশালী করার প্রতিজ্ঞা করি ৷"

Last Updated : Apr 24, 2022, 10:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details