নয়াদিল্লি, 15 এপ্রিল: নয়াদিল্লির 12, তুঘলক লেনের বাড়িটা আজ খালি খালি । কয়েকদিন আগেই এই রাস্তা ধরেই কখনো বেরিয়েছেন মর্নিংওয়াক করতে আবার কখনও বেরিয়েছেন বিশেষ কাজে । আর এই আসা-যাওয়ার মাঝেই গড়ে উঠেছিল নতুন এক সম্পর্ক । কিন্তু এই বাড়ি ছাড়তে হচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে । আর তাতেই মন খারাপ রাহুলের বাড়ির কাছে দাঁড়িয়ে থাকা এক আইসক্রিম বিক্রেতার।
সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ায় রাহুল গান্ধিকে সরকারি বাংলো ছাড়ার নোটিশ দিয়েছিল লোকসভার সচিবালয়। 30 দিনের নোটিশে রাহুলকে ছাড়তে হবে নয়াদিল্লির 12, তুঘলক লেনের বাড়িটা। ইতিমধ্যেই একটু একটু করে মালপত্র সরানো শুরুও হয়ে গিয়েছে । তবে এত কিছু বোঝেন না দিল্লির মধ্যবয়সি আইসক্রিম বিক্রেতা। কারণ তাঁর কাছে রাহুল গান্ধি কোনও হাইপ্রোফাইল রাজনীতিবিদ নন। রাহুল তাঁর কাছে একজন সভ্য-ভদ্র-নম্র্র মানুষ। বাড়ি থেকে বেরোনোর সময় রাহুল গান্ধি, রাস্তায় আইসক্রিম বিক্রেতাকে যখনই দেখতেন তখনই হাসতেন, হাত নাড়াতেন । তিনি বলেন, "আমি এখানে 2 বছর ধরে আইসক্রিম বিক্রি করছি। কিন্তু এখন খুব খালি লাগছে। তিনি যখনই আমাকে দেখতেন, হাসতেন, হাত নাড়াতেন । কিন্তু আর তাঁকে আমি দেখতে পাব না।"