মুম্বই, 10 জানুয়ারি :বড়সড় দুর্ঘটনা এড়াল মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর ৷ সোমবার সকাল 11টা নাগাদ এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে রানওয়েতে নিয়ে আসার সময় আচমকাই আগুন লেগে যায় একটি পুশব্যাক টাগে (A pushback tug caught fire at Mumbai airport) ৷ বন্দর কর্মীদের তৎপরতায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি এ যাত্রায় ৷ বিমান কিংবা বিমানে থাকা যাত্রীরা প্রত্যেকেই অক্ষত রয়েছেন বলে জানা গিয়েছে ৷
এয়ার ইন্ডিয়ার বিমান AI-647 এদিন সকালে 85 জন যাত্রীকে নিয়ে মুম্বই থেকে জামনগর উদ্দেশ্যে উড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল (AI 647 was destined to Jamnagar with 85 people on board) ৷ ঠিক তার আগে ওই বিমানের পুশব্যাক টাগে আগুন লেগে যায় ৷ আগুন লাগার কারণ না জানা গেলেও বন্দর কর্মীদের তৎপরতায় ওই পুশব্যাক টাগের আগুন আয়ত্তে আসে সহজেই ৷ সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে সংবাদসংস্থা এএনআই ৷