ম্যাঙ্গালোর (কর্ণাটক), 11 জানুয়ারি: হার্টের ভালভ প্রতিস্থাপন (Heart Valve Replacement) সাধারণত বাইপাস সার্জারির মাধ্যমে করা হয় । কিন্তু কর্ণাটকের (Karnataka) ম্যাঙ্গালোরে কেনিয়ার একজন মহিলা রোগীর জন্য বাইপাস সার্জারি (Bypass Surgery) ছাড়াই হার্টের ভালভ প্রতিস্থাপনের একটি বিরল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে ।
কেনিয়ার একজন মহিলার হৃদরোগ: কেনিয়ার একজন 65 বছর বয়সী মহিলা মাইট্রাল ভালভ নামক হৃদরোগে ভুগছিলেন । 2014 সালে ওই মহিলা রোগীর আমেদাবাদে বাইপাস হার্ট সার্জারি করা হয়েছিল । ওই সময় তাঁর হার্টে একটি কৃত্রিম ভালভ বসানো হয় । আট বছর পর এই কৃত্রিম ভালভ কাজ করার জন্য অপ্রতুল হয়ে পড়ে । ফলে মহিলার হৃদরোগের সমস্যা আরও বেড়ে যায় । এই কারণে তাঁর শ্বাসকষ্ট এবং রক্তচাপের গুরুতর সমস্যা শুরু হয় ।
ম্যাঙ্গালোরের বেসরকারি হাসপাতালে হার্টের অস্ত্রোপচার: এই নিয়ে তিনি আবার আমেদাবাদের ওই হাসপাতালে যান, যেখানে তাঁর আট বছর আগে বাইপাস সার্জারি হয়েছিল ৷ সেখানকার চিকিৎসকরা আবার তাঁকে বাইপাস সার্জারির পরামর্শ দেন ৷ চিকিৎসকরা তাঁকে জানান, এছাড়া আর কোনও উপায় নেই । তবে দ্বিতীয়বার বাইপাস সার্জারি খুবই বিপজ্জনক । বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম থাকে ।
তখন তিনি বিকল্প চিকিৎসার সন্ধান করতে শুরু করেন৷ সেই সময়ই তিনি ম্যাঙ্গালোরের (Mangalore) এই বেসরকারি হাসপাতালের খোঁজ পান ৷ জানতে পারেন যে ওই হাসপাতালে বাইপাস সার্জারি ছাড়াই হার্টের ভালভ প্রতিস্থাপন করা হয়েছে আগে ৷ তাই তিনি ওই হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেন ।