পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Heart Valve Replacement: বাইপাস ছাড়াই হার্টের ভালভ প্রতিস্থাপন ম্যাঙ্গালোরের বেসরকারি হাসপাতালে - বাইপাস সার্জারি

বাইপাস সার্জারির (Bypass Surgery) মাধ্যমেই সাধারণ হার্টের ভালভ প্রতিস্থাপন (Heart Valve Replacement) ৷ কিন্তু দ্বিতীয়বার এই বাইপাস সার্জারি করা বিপজ্জনক ৷ কিন্তু বাইপাস ছাড়াই হার্টের ভালভ প্রতিস্থাপন করল ম্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতাল ৷

Heart Valve Replacement
Heart Valve Replacement

By

Published : Jan 11, 2023, 8:15 PM IST

ম্যাঙ্গালোর (কর্ণাটক), 11 জানুয়ারি: হার্টের ভালভ প্রতিস্থাপন (Heart Valve Replacement) সাধারণত বাইপাস সার্জারির মাধ্যমে করা হয় । কিন্তু কর্ণাটকের (Karnataka) ম্যাঙ্গালোরে কেনিয়ার একজন মহিলা রোগীর জন্য বাইপাস সার্জারি (Bypass Surgery) ছাড়াই হার্টের ভালভ প্রতিস্থাপনের একটি বিরল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে ।

কেনিয়ার একজন মহিলার হৃদরোগ: কেনিয়ার একজন 65 বছর বয়সী মহিলা মাইট্রাল ভালভ নামক হৃদরোগে ভুগছিলেন । 2014 সালে ওই মহিলা রোগীর আমেদাবাদে বাইপাস হার্ট সার্জারি করা হয়েছিল । ওই সময় তাঁর হার্টে একটি কৃত্রিম ভালভ বসানো হয় । আট বছর পর এই কৃত্রিম ভালভ কাজ করার জন্য অপ্রতুল হয়ে পড়ে । ফলে মহিলার হৃদরোগের সমস্যা আরও বেড়ে যায় । এই কারণে তাঁর শ্বাসকষ্ট এবং রক্তচাপের গুরুতর সমস্যা শুরু হয় ।

ম্যাঙ্গালোরের বেসরকারি হাসপাতালে হার্টের অস্ত্রোপচার: এই নিয়ে তিনি আবার আমেদাবাদের ওই হাসপাতালে যান, যেখানে তাঁর আট বছর আগে বাইপাস সার্জারি হয়েছিল ৷ সেখানকার চিকিৎসকরা আবার তাঁকে বাইপাস সার্জারির পরামর্শ দেন ৷ চিকিৎসকরা তাঁকে জানান, এছাড়া আর কোনও উপায় নেই । তবে দ্বিতীয়বার বাইপাস সার্জারি খুবই বিপজ্জনক । বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম থাকে ।

তখন তিনি বিকল্প চিকিৎসার সন্ধান করতে শুরু করেন৷ সেই সময়ই তিনি ম্যাঙ্গালোরের (Mangalore) এই বেসরকারি হাসপাতালের খোঁজ পান ৷ জানতে পারেন যে ওই হাসপাতালে বাইপাস সার্জারি ছাড়াই হার্টের ভালভ প্রতিস্থাপন করা হয়েছে আগে ৷ তাই তিনি ওই হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেন ।

ম্যাঙ্গালোরে সফল চিকিৎসা: ওই বেসরকারি হাসপাতালের ড. ইউসুফ কুম্বলে এবং তাঁর সহযোগীরা কেনিয়ার ওই মহিলার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করান ৷ তার পর উন্নত প্রযুক্তি ব্যবহার করে বাইপাস সার্জারি ছাড়াই হার্টের ভালভ প্রতিস্থাপন করেন ৷ বাইপাস সার্জারি না করেই ইন্টারভেনশনাল টেকনিক (পুরনো ভালভ না সরিয়ে অন্য ভালভ প্রতিস্থাপনের ইন্টারমিডিয়েট রিপ্লেসমেন্ট থেরাপি) দ্বারা অস্ত্রোপচার করা হয়েছে ।

এই নিয়ে ওই বেসরকারি হাসপাতালের প্রধান ড. ইউসুফ কুম্বলে জানান, হার্টের চিকিৎসা পদ্ধতিকে ভালভ-ইন-ভালভ পদ্ধতি বলা হয় ৷ নতুন ভালভটি রোগীর শরীরে থাকা প্রস্থেটিক পালমোনারি ভালভের ভিতরে স্থাপন করা হয় । এটি চিকিৎসাগতভাবে ট্রান্সক্যাথেটার পালমোনারি ভালভ রিপ্লেসমেন্ট (TPVR) নামে পরিচিত ।

তিনি জানান, একটি বিরল অস্ত্রোপচারের মাধ্যমে করা যেখানে একটি ভালভ পা দিয়ে হার্টে পাঠানো হয় ও সেখানে কোনও অস্ত্রোপচার ছাড়াই বসানো হয় । অতীতে এই বিরল অস্ত্রোপচার সফলভাবে করা হয়েছে । তিনি ইটিভি ভারতকে আরও জানান, কেনিয়ার ওই মহিলা রোগীর এই অস্ত্রোপচারও সফল ভাবে করা হয়েছে ৷

কেনিয়ার ওই মহিলা ডাক্তারকে ধন্যবাদ জানিয়েছেন: চিকিৎসা করানো মহিলাও হাসপাতালকে ধন্যবাদ জানিয়েছেন । ড. ইউসুফ কুম্বলে ও দল মাত্র এক ঘণ্টার মধ্যে এই অত্যাধুনিক চিকিৎসা সম্পন্ন করেছে । এর মাধ্যমে অর্জিত হয়েছে নতুন সাফল্য ।

আরও পড়ুন:মানব শরীরের ফেলে দেওয়ার প্লাসেন্টা থেকে তৈরি ওষুধ, এনআরএস-এ শুরু হচ্ছে ট্রায়াল

ABOUT THE AUTHOR

...view details