পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Subrata Mukherjee : সুব্রতর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার রাজনৈতিক মহল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় সফর চলাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন সুব্রত । রবিবার বিকেলে এসএসকেএম-এর উডবার্ন বিভাগে অ্যাঞ্জিওপ্লাস্টি করানোর জন্য ভর্তি করা হয়েছিল তাঁকে । বর্ষীয়ান রাজনীতিবিদের প্রয়াণে শোকস্তব্ধ বাংলার রাজনৈতিক মহল ৷

Subrata Mukherjee
সুব্রতর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার রাজনৈতিক মহল

By

Published : Nov 5, 2021, 12:47 AM IST

Updated : Nov 5, 2021, 1:06 AM IST

কলকাতা, 4 নভেম্বর : দীপাবলির রাতে প্রয়াত রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) । বৃহস্পতিবার এসএসকেম-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ৷ বর্ষীয়ান রাজনীতিবিদের প্রয়াণে শোকস্তব্ধ বাংলার রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : Subrata Mukherjee : সিদ্ধার্থের মন্ত্রিসভা থেকে মমতার মন্ত্রী, অস্তাচলে এভারগ্রিন সুব্রত

টুইটারে শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘‘প্রবীণ রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। আমার প্রার্থনা তাঁর শোকস্তব্ধ পরিবারের সদস্য ও সমর্থকদের সঙ্গে থাকবে । তাঁর আত্মা চির শান্তি লাভ করুক। ওম শান্তি ৷’’

2000 থেকে 2005 সাল পর্যন্ত কলকাতার মেয়র ছিলেন সুব্রত মুখোপাধ্যায় ৷ তাঁর পরেই তিলোত্তমার মহানাগরিক হন সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ পূর্বসূরির মৃত্যুতে তিনি বলেন , ‘‘খুব সাধারণ মানুষ ছিলেন ৷ ব্যক্তিগতস্তরে প্রত্যেকের সঙ্গেই খুব ভাল সম্পর্ক ছিল ৷ আমি মেয়র হওয়ার পরে আমাকে বহুবার সাহায্য করেছেন ৷ ওনার মৃত্যুতে শোকাহত ৷’’

বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে 2011, 2021 এর বিধানসভা ভোটে সিপিআইএম নেতা ফুয়াদ হালিম ছিলেন তাঁর প্রতিদ্বন্ধী ৷ তিনি বললেন, ‘‘উনি বর্ষীয়ান নেতা ৷ আমার দু'বার সুযোগ হয়েছিল ওনার বিরুদ্ধে লড়ার ৷ ওনার থেকে অনেক কিছু শিখেছি ৷ ওনার অভাব অনুভব করব ৷’’

আরও পড়ুন : সিদ্ধার্থের মন্ত্রিসভা থেকে মমতার মন্ত্রী, সুব্রতর বর্ণময় রাজনৈতিক জার্নি

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বললেন, ‘‘বিধানসভায় ওনার থেকে অনেককিছু শিখেছি ৷ ওনার মৃত্যুতে মর্মাহত ৷’’

দিনকয়েক আগেই স্ত্রীকে হারিয়েছেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য ৷ তিনি বললেন , ‘‘রাজনীতিতে উনি ছিলেন বর্ণময় চরিত্র । আমার সঙ্গে বরাবরই ভাল সম্পর্ক ছিল।’’

তাঁর এক সময়ের রাজনৈতিক সহকর্মী আব্দুল মান্নান বললেন, ‘‘আমার একসময়ের সহকর্মী ৷ ওর মৃত্যুতে ব্যথিত ৷’’

Last Updated : Nov 5, 2021, 1:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details