কলকাতা, 4 নভেম্বর : দীপাবলির রাতে প্রয়াত রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) । বৃহস্পতিবার এসএসকেম-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ৷ বর্ষীয়ান রাজনীতিবিদের প্রয়াণে শোকস্তব্ধ বাংলার রাজনৈতিক মহল ৷
আরও পড়ুন : Subrata Mukherjee : সিদ্ধার্থের মন্ত্রিসভা থেকে মমতার মন্ত্রী, অস্তাচলে এভারগ্রিন সুব্রত
টুইটারে শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘‘প্রবীণ রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। আমার প্রার্থনা তাঁর শোকস্তব্ধ পরিবারের সদস্য ও সমর্থকদের সঙ্গে থাকবে । তাঁর আত্মা চির শান্তি লাভ করুক। ওম শান্তি ৷’’
2000 থেকে 2005 সাল পর্যন্ত কলকাতার মেয়র ছিলেন সুব্রত মুখোপাধ্যায় ৷ তাঁর পরেই তিলোত্তমার মহানাগরিক হন সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ পূর্বসূরির মৃত্যুতে তিনি বলেন , ‘‘খুব সাধারণ মানুষ ছিলেন ৷ ব্যক্তিগতস্তরে প্রত্যেকের সঙ্গেই খুব ভাল সম্পর্ক ছিল ৷ আমি মেয়র হওয়ার পরে আমাকে বহুবার সাহায্য করেছেন ৷ ওনার মৃত্যুতে শোকাহত ৷’’