নয়াদিল্লি, 12 এপ্রিল : রাফাল যুদ্ধবিমান চুক্তিতে দুর্নীতির অভিযোগ ফের সুপ্রিম কোর্ট একটি জনস্বার্থ মামলা দায়ের করা হল ৷ তবে, মামলাটি 2 সপ্তাহ পরে শোনা হবে বলে জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি এসএ বোবদে ৷ প্রসঙ্গত, 2016 সালের রাফাল চুক্তিতে ভারত সরকার এবং ফ্রান্সের সামরিক বিমান সংস্থা দাসোঁর মাঝে কোনও তৃতীয় পক্ষ ছিল বলে অভিযোগ উঠেছে ৷ যাদের দাসোঁ-র তরফে প্রায় 1 মিলিয়ন ইউরো দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷
এদিন সেই অভিযোগেই সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় ৷ কিন্তু মামলাকারীর আইনজীবী তাঁর এই মামলাটি তালিকাভুক্ত করার জন্য আবেদন করলে, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ মামলাটি দু’সপ্তাহ পর শোনা হবে বলে জানিয়েছে ৷ প্রসঙ্গত, এক ফরাসি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সে দেশের দুর্নীতি দমন শাখার তদন্তে রাফাল চুক্তিতে মিডলম্যানের বিষয়টি জানা গিয়েছে ৷ অভিযোগ উঠেছে ভারতীয় সংস্থা ডেফসেস সলিউশনকে মধ্যস্থতার দাম হিসেবে 1.1 মিলিয়ন ইউরো দিয়েছে দাসোঁ এভিয়েশন ৷ বদলে দাসোঁকে 50টি যুদ্ধবিমানের মডেল উপহার স্বরূপ দিয়েছে ওই সংস্থা ৷