পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

IIT Delhi researchers Omicron detection : চটজলদি ওমিক্রন শনাক্তে নতুন পদ্ধতি দিল্লি আইআইটির গবেষকদের - a new method by iit researchers to quickly detect omikron

ওমিক্রন সংক্রমণের হদিশ পেতে 3 দিনেরও বেশি সময় লেগে যায় ৷ কিন্তু দিল্লি আইআইটি-র উদ্ভাবন করা পদ্ধতিতে কোভিড-19-এর নতুন ভ্যারিয়্যান্টের সন্ধান পাওয়া যাবে সামান্য সময়ের মধ্যেই (IIT Delhi researchers Omicron detection) ৷

IIT Delhi
দিল্লি আইআইটি

By

Published : Dec 14, 2021, 12:07 PM IST

Updated : Dec 14, 2021, 1:17 PM IST

নয়াদিল্লি, 14 ডিসেম্বর : ওমিক্রন সংক্রমণের সন্ধান মিলবে মাত্র 1 মিনিট 30 সেকেন্ড ৷ করোনা ভাইরাস সংক্রমণ চিহ্নিতকরণের আরটি-পিসিআর (RT-PCR) পরীক্ষার উপর গবেষণা করে এমন একটি উপায় বের করেছেন দিল্লি আইআইটির গবেষকরা (a new method by IIT researchers to quickly detect omikron) ৷

বর্তমানে 'নেক্সট-জেনারেশন সিকোয়েন্সিং বেসড মেথড'-এর (next-generation sequencing-based methods) মাধ্যমে বিশ্বজুড়ে কোভিড-19-এর নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের হদিশ পাওয়া যাচ্ছে ৷ এই পরীক্ষার ফল পেতে 3 দিনেরও বেশি সময় লাগে ৷

'কুসুমা স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সেস'(Kusuma School of Biological Sciences) উদ্ভাবিত এই পরীক্ষার ভারতীয় পেটেন্ট পাওয়ার আবেদন জানিয়েছে প্রতিষ্ঠানটি ৷ পাশাপাশি আগ্রহী শিল্প প্রতিষ্ঠানগুলির সঙ্গেও কথা বলার চেষ্টা করা হচ্ছে ৷

আরও পড়ুন : Omicron scare in Bengal: ব্রিটেন ফেরত 225 জনকে নিয়ে চিন্তায় স্বাস্থ্যভবন

এ প্রসঙ্গে আইআইটি দিল্লির একটি আধিকারিক বলেন, "ওমিক্রন ভ্যারিয়্যান্টে কিছু নির্দিষ্ট মিউটেশন রয়েছে, যেগুলি বর্তমানে সার্স-কোভ-2-এর অন্য ভ্যারিয়্যান্টের মধ্যে নেই ৷ ওমিক্রনের সেই সব নির্দিষ্ট মিউটেশনগুলি খুঁজে বার করতে এই পরীক্ষা ৷" আধিকারিক আরও জানান, এই পদ্ধতিতে 90 মিনিটের মধ্যে ওমিক্রন ভ্যারিয়্যান্টের খোঁজ মিলবে ৷

পিসিআর-নির্ভর এবং নির্দিষ্ট সময়ের মধ্যে হওয়া এই পরীক্ষাকে ছাড়পত্র দিয়েছে আইসিএমআর (ICMR approval) ৷ দেশের মধ্যে আইআইটি দিল্লিই প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, যাকে আইসিএমআর অনুমোদন দিয়েছে ৷ এই প্রতিষ্ঠানই কোভিড-19 শনাক্ত করার প্রথম পদ্ধতি উদ্ভাবন করে ৷ এতে পরীক্ষার খরচ উল্লেখযোগ্যভাবে কমেছে ৷ আর ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে এই পরীক্ষা করা সহজ হয়েছে ৷

ভারতে বেঙ্গালুরুতে দু'জনের মধ্যে প্রথম ওমিক্রন সংক্রমণের সন্ধান পাওয়া যায় ৷ এই ভ্যারিয়্যান্টকে বিশ্ব স্বাস্থ্য (World Health Organisation, WHO) সংস্থা 'দুশ্চিন্তাজনক ভ্যারিয়্যান্ট' (variant of concern) হিসেবে চিহ্নিত করেছে ৷

আরও পড়ুন : First Omicron death in UK : ব্রিটেনে ওমিক্রনে প্রথম মৃত্যু নিশ্চিত করলেন জনসন

এর মধ্যে দেশের অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, দিল্লি, চণ্ডীগড়, রাজস্থান, মহারাষ্ট্রে ওমিক্রন সংক্রামিত রোগীর খোঁজ পাওয়া গিয়েছে ৷ বর্তমানে দেশে ওমিক্রন সংক্রামিত রোগীর সংখ্যা 38 ৷

Last Updated : Dec 14, 2021, 1:17 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details