নয়াদিল্লি, 24 মার্চ : ডাবল মিউটেশনের নতুন করোনা ভাইরাসের সংক্রমণ এবার চিন্তা বাড়াচ্ছে কেন্দ্র সরকারের ৷ প্রায় 18টি রাজ্যে করোনার এই নয়া স্ট্রেনের সংক্রমণ এখনও পর্যন্ত দেখা গিয়েছে ৷ এমন আরও অনেক রকমের করোনার স্ট্রেন দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে স্বাস্থ্যমন্ত্রক ৷ করোনার এই নয়া স্ট্রেনগুলি এতদিন মূলত বাইরের দেশে পাওয়া যাচ্ছিল বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷ এই অবস্থায় দেশে করোনার দ্বিতীয় স্রোত হু হু করে বাড়বে বলেই মনে করা হচ্ছে ৷
এদিন স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতে করোনার নতুন একটি ডবল মিউটেশনের স্ট্রেন পাওয়া গিয়েছে ৷ যা এখনও পর্যন্ত পরিসংখ্যানের হিসেবে শনাক্ত করা যায়নি ৷ ফলে এখনই এটা বলা যাচ্ছে না, যে নয়া এই স্ট্রেনের ঠিক কীভাবে সংক্রমিত হচ্ছে ৷ তবে, করোনার নয়া এই স্ট্রেন ভারতের বেশ কয়েকটি রাজ্যে পাওয়া গিয়েছে ৷