দন্তেওয়াড়া(ছত্তিশগড়), 20 এপ্রিল : দন্তেওয়াড়া জেলার রিজার্ভ গার্ড ও মাওবাদীদের গুলি বিনিময়ে নিকেশ এক নকশাল । মঙ্গলবার সকালের ঘটনা । মৃত নকশালের মাথার দাম রাখা হয়েছিল পাঁচ লাখ টাকা ।
দন্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লভ জানান, আজ সকাল ছটা নাগাদ নীলাবয়ের জঙ্গলে জেলার রিজার্ভ গার্ডদের সঙ্গে গুলি বিনিময়ে প্রাণ হারান এক নকশাল । মৃতের নাম কসা । নীলাবয়ের মাল্লাপাড়া এলাকার বাসিন্দা । তাঁর খোঁজ দিতে পারলে 5 লাখ টাকা পুরষ্কৃত করার কথা ঘোষণা করেছিল সরকার ।