আলিগড় (উত্তরপ্রদেশ), 3 ফেব্রুয়ারি : অপরাধের ঘটনায় ঘুরে ফিরে খবরের শিরোনামে উত্তরপ্রদেশ । মঙ্গলবার ফের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের আলিগড়ে । ঘটনায় অভিযুক্তকে 3 জন ৷ তদন্ত শুরু করেছে আলিগড় থানার পুলিশ ।
নাবালিকার পরিবার জানিয়েছে, মাঠে কাজ করতে গিয়েছিল নাবালিকা । সেই সময় তাকে তিন জন মিলে ধর্ষণ করে । আলিগড় থানায় ওই 3 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার ।