পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Minor Gang Raped in Rajasthan : রাজস্থানে নাবালিকাকে অপরহণ ও গণধর্ষণের অভিযোগ

রাজস্থানের ভরতপুর জেলায় নাবালিকাকে অপহরণ এবং গণধর্ষণের অভিযোগ (Rajasthan minor girl gang raped) ৷ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা রুজু করেছে পুলিশ ৷ তবে, অভিযুক্ত 3 যুবক পলাতক বলে জানিয়েছেন তদন্তকারীরা ৷

Gang Rape in Rajasthan
রাজস্থানে নাবালিকাকে অপরহণ ও গণধর্ষণের অভিযোগ

By

Published : May 8, 2022, 11:24 AM IST

ভরতপুর (রাজস্থান), 8 মে : রাজস্থানের ভরতপুর জেলার চিকসানায় নাবালিককে অপহরণ এবং গণধর্ষণের অভিযোগ (Minor girl allegedly gang raped in Rajasthan) ৷ স্কুল থেকে ফেরার সময় তাকে স্থানীয় তিন যুবক অপহরণ করে বলে অভিযোগ করেছেন নির্যাতিতা নাবালিকার ঠাকুমা ৷ শুধু তাই নয়, লাগাতার দু’দিন তাকে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ গত 30 এপ্রিলের ঘটনায় পুলিশ পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে ৷ অভিযুক্তরা পলাতক বলে পুলিশ সূত্রে খবর ৷

নির্যাতিতা নাবালিকার ঠাকুমা পুলিশে জানান, গত 30 এপ্রিল তাঁর দুই নাতনি পরীক্ষা দিয়ে স্কুল থেকে ফিরছিল ৷ রাস্তায় অভিযুক্ত তিন যুবক দুই বোনের পথ আটকায় ৷ সেখানে নাবালিকার দিদিকে মারধর করে অভিযুক্তরা ৷ আর তার পর নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় ৷ বাড়ি ফিরে বৃদ্ধার বড় নাতনি বিষয়টি তাঁকে জানায় ৷ সব শুনে তিনি অভিযুক্ত যুবকদের বাড়িতেও যান বলে পুলিশকে জানিয়েছেন বৃদ্ধা ৷

আরও পড়ুন : Santiniketan Gang Rape : শান্তিনিকেতনে নাবালিকা গণধর্ষণে সিবিআই তদন্তের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার

অভিযোগ, ওই যুবকদের পরিবারের তরফে বলা হয়, দু’দিনের মধ্যে তাঁদের মেয়েকে খুঁজে বাড়ি পৌঁছে দেওয়া হবে ৷ এমনি সেই কথা মত দু’দিন পর নাবালিকা বাড়িতে ফিরেও যায় ৷ তখনই সে ঠাকুমাকে সব ঘটনা জানায় ৷ পুলিশ পুরো ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে ৷ নাবালিকার তার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে ৷ তার বয়ান নেওয়া হয়েছে পুরো ঘটনায় ৷ তবে, অভিযুক্তরা সকলে পলাতক বলে জানিয়েছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details