কর্ণাটক, 26 জুন: আহত ব্যক্তির রক্তপান করার চেষ্টা করছেন ব্যক্তি ! এমনই হাড়হিম করা ঘটনা ঘটেছে কর্ণাটকের চিক্কাবাল্লাপুর জেলার চিন্তামণি তালুকে ৷ অভিযোগ, ব্যক্তির গলা কেটে তাঁর রক্তপান করার চেষ্টা করছিলেন একজন ৷ চারদিন আগের এই ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ আক্রান্ত ব্যক্তির নাম মারেশ ৷ তাঁকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ পুলিশ অভিযুক্ত বিজয়কে গ্রেফতার করেছে ৷ পুলিশের প্রাথমিক অনুমাান, মারেশের স্ত্রীর সঙ্গে বিজয়ের বিবাহ বহির্ভুত সম্পর্ক ছিল ৷ সেই নিয়েই দু’জনের মধ্যে বচসা থেকে এই ঘটনা ঘটে ৷
পুলিশের তরফে জানানো হয়েছে, সোশাল মিডিয়ায় 4 দিন আগে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানে দেখা গিয়েছে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থা মাটিতে পড়ে রয়েছেন ৷ আর তাঁর গলায় থাকা গভীর ক্ষত থেকে রক্ত বের হচ্ছে ৷ আর অভিযুক্ত তাঁর পাশে বসে ক্ষতস্থান থেকে রক্তপান করছেন ৷ এই অবস্থায় তাঁকে মারধর করছিলেন অভিযুক্ত ৷ এই ঘটনায় কেঁচরলাহল্লি থানায় অভিযুক্ত বিজয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ জানা গিয়েছে তিনি চিন্তামণি তালুকের বটলাহল্লির বাসিন্দা ৷