পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Attempted Murder Case in Karnataka: গলা কেটে ব্যক্তির রক্তপানের চেষ্টা, ভাইরাল কর্ণাটকের হাড়হিম করা ভিডিয়ো - Murder Case

কর্ণাটকে এক ব্যক্তিকে গলা কেটে খুনের চেষ্টার অভিযোগ ৷ শুধু তাই নয়, আক্রান্তকে ঘায়েল করার পর তাঁর ক্ষতস্থান থেকে রক্তপান করার চেষ্টা করছিলেন অভিযুক্ত ৷ কর্ণাটকের ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

Attempted Murder Case in Karnataka ETV BHARAT
Attempted Murder Case in Karnataka

By

Published : Jun 26, 2023, 11:16 AM IST

কর্ণাটক, 26 জুন: আহত ব্যক্তির রক্তপান করার চেষ্টা করছেন ব্যক্তি ! এমনই হাড়হিম করা ঘটনা ঘটেছে কর্ণাটকের চিক্কাবাল্লাপুর জেলার চিন্তামণি তালুকে ৷ অভিযোগ, ব্যক্তির গলা কেটে তাঁর রক্তপান করার চেষ্টা করছিলেন একজন ৷ চারদিন আগের এই ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ আক্রান্ত ব্যক্তির নাম মারেশ ৷ তাঁকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ পুলিশ অভিযুক্ত বিজয়কে গ্রেফতার করেছে ৷ পুলিশের প্রাথমিক অনুমাান, মারেশের স্ত্রীর সঙ্গে বিজয়ের বিবাহ বহির্ভুত সম্পর্ক ছিল ৷ সেই নিয়েই দু’জনের মধ্যে বচসা থেকে এই ঘটনা ঘটে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, সোশাল মিডিয়ায় 4 দিন আগে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানে দেখা গিয়েছে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থা মাটিতে পড়ে রয়েছেন ৷ আর তাঁর গলায় থাকা গভীর ক্ষত থেকে রক্ত বের হচ্ছে ৷ আর অভিযুক্ত তাঁর পাশে বসে ক্ষতস্থান থেকে রক্তপান করছেন ৷ এই অবস্থায় তাঁকে মারধর করছিলেন অভিযুক্ত ৷ এই ঘটনায় কেঁচরলাহল্লি থানায় অভিযুক্ত বিজয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ জানা গিয়েছে তিনি চিন্তামণি তালুকের বটলাহল্লির বাসিন্দা ৷

আক্রান্ত মারেশ চেলুর তালুকের মাদেমপল্লির বাসিন্দা ৷ পুলিশের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, মারেশেরে স্ত্রীর সঙ্গে অভিযুক্ত বিজয়ের বিবাহ বহির্ভুত সম্পর্ক ছিল ৷ সেই নিয়েই দু’জনের মধ্যে দীর্ঘদিনের বিবাদ ৷ এমনকী এ নিয়ে দু’জনের মধ্যে একাধিকবার বচসাও হয়েছিল ৷ চার দিন আগে বিজয় মারেশকে চিন্তামণি তালুকের সিদ্দেপল্লি ক্রসের কাছে আসতে বলেছিলেন ৷ সেখানেও পারিবারিক এই সমস্যা নিয়ে দু’জনের মধ্যে বিবাদ হয় ৷ অভিযোগ তখনই বিজয় ছুরি বের করে মারেশের গলা কেটে দেন ৷ আর তার পরেই গলার ক্ষত থেকে রক্তপান করার চেষ্টা করেন বিজয়

আরও পড়ুন:স্ত্রী খুনে অভিযুক্ত স্বামী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি শাশুড়ি

এই ঘটনাটি নজরে আসে সেখান দিয়ে যাওয়া কয়েকজন পথচারীর ৷ তাঁদের মধ্যে একজন পুরো বিষয়টির ভিডিয়ো রেকর্ডিং করেন ৷ আর সেই ব্যক্তি সোশাল মিডিয়ায় সেটিকে পোস্ট করে দেন ৷ তার পরেই ঘটনাটি সামনে আসে ৷ কিন্তু, প্রশ্ন উঠছে ওই ব্যক্তি সোশাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট না করে তৎক্ষণাৎ পুলিশে অভিযোগ দায়ের করলেন না কেন ? তাহলে অভিযুক্ত অনেক আগেই ধরা পড়ে যেতেন ৷

ABOUT THE AUTHOR

...view details