পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Stop Rape Message in Kite: ‘ধর্ষণ বন্ধ হোক’ বার্তা লেখা 8 ফুটের ঘুড়ি বানালেন সুরাতের এক ব্যবসায়ী - মকর সংক্রান্তি

মকর সংক্রান্তিতে ধর্ষণ বন্ধ করতে বার্তা ৷ আর তা দেওয়া হচ্ছে একটি 8 ফুটের ঘুড়িতে (A Man from Surat Makes an 8 Feet Kite With Message Stop Rape) ৷ সুরাতের এক ব্যবসায়ী এই ঘুড়িটি তৈরি করেছেন ৷ সেখানে ইংরেজিতে ‘স্টপ রেপ’ লেখা রয়েছে ৷

a-man-from-surat-makes-an-8-feet-kite-with-message-stop-rape
a-man-from-surat-makes-an-8-feet-kite-with-message-stop-rape

By

Published : Dec 20, 2022, 8:23 PM IST

সুরাত, 20 ডিসেম্বর: সুরাতের এক ঘুড়ি নির্মাতা 8 ফুটের একটি আসাধারণ ঘুড়ি তৈরি করেছেন ৷ সেই ঘুড়িতে তিনি 'ধর্ষণ বন্ধ হোক' লিখে মানুষকে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন (A Man from Surat Makes an 8 Feet Kite With Message Stop Rape) ৷ সেখানে ইংরেজিতে ‘স্টপ রেপ’ লেখা রয়েছে ৷ মূলত মকর সংক্রান্তি উপলক্ষ্যে এই বিশেষ ঘুড়ি বানিয়েছেন তিনি ৷ যেখানে রং বে রংয়ের ঘুড়িতে ঢেকে যায় সুরাত-সহ গুজরাতের শহর ও গ্রামের আকাশ ৷ সেখানে ‘ধর্ষণ’ বন্ধ করার বার্তা নিয়ে হাজির হয়েছেন এক ঘুড়ি প্রস্তুতকারক ৷ পাশাপাশি, ধর্ষকদের চরম শাস্তির দাবিও তুলে ধরেছেন সেই ঘুড়িতে ৷

প্রসঙ্গত, সম্প্রতি কাতারগাঁও এলাকায় 7 বছরের এক শিশুকে ধর্ষণের পর খুন করা হয় ৷ সেই সূত্রেই অজয় রাণা নামে ওই ঘুড়ি ব্যবসায়ী সাধারণ মানুষকে ধর্ষণ রুখতে সামাজিক বার্তা দিয়ে 8 ফুটের এই বিশেষ ঘুড়ি বানিয়েছেন ৷ যা মকর সংক্রান্তির সময় আকাশে উড়িয়ে সুরাতের বাসিন্দাদের ধর্ষণ বিরোধী বার্তা দেবে ৷ ওই ঘুড়িতে তিনি লিখেছেন ‘ধর্ষণ বন্ধ হোক’ ৷ যা সকলকে আরও সতর্ক এবং সচেতন করবে বলে মনে করেন তিনি ৷

আরও পড়ুন:বিজয়ওয়াড়ায় চার বন্ধু মিলে তিনদিন ধরে মহিলাকে ধর্ষণ !

এই ঘুড়ি তৈরির পিছনে তাঁর উদ্দেশ্য নিয়ে অজয় রাণা জানিয়েছেন, এই ঘুড়ি যত বড়, তার থেকে বড় সমস্যা তিনি ওই ঘুড়িতে তুলে ধরেছেন ৷ যেভাবে দেশের বিভিন্ন প্রান্তে শিশু এবং মহিলাদের উপর ধর্ষণ ও অত্যাচার বাড়ছে, তা বন্ধ হওয়া উচিত বলে মনে করেন তিনি ৷ তাই মকর সংক্রান্তির আকাশে সেই বার্তা তিনি সুরাতবাসীর জন্য উড়িয়ে দেবেন ৷ যা দেখে অন্তত কিছু মানুষ সচেতন হবেন ৷ তাঁরা অন্যকে সচেতন করবেন ৷ তবে, শুধু ‘ধধর্ষণ বন্ধ হোক’ বার্তা নয় ৷ ধর্ষকদের চরম শাস্তির বার্তাও রয়েছে ওই ঘুড়িতে ৷

ABOUT THE AUTHOR

...view details