জম্মু, 31 ডিসেম্বর: জম্মু-কাশ্মীরে প্রায় 100 জন যুবক এবছর নাম লিখিয়েছেন বিভিন্ন জঙ্গি সংগঠনে ৷ শনিবার এই তথ্য দিয়েছেন রাজ্য পুলিশের প্রধান দিলবাগ সিং ৷ তবে তাঁর দাবি এই সংখ্যা অন্যান্য বছরের তুলনায় কম ৷
এদিন দিলবাগ সিং এক সাংবাদিক বৈঠকে বলেন, গত 4 বছরের তুলনায় 2022 সালে উপত্যকার পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত ছিল ৷ এবছর বড় মাত্রায় জঙ্গি দমন অভিযান চালায় সেনা ৷ এইসব অভিযানে মারা পড়েছে 186 জন জঙ্গি ৷ যাদের মধ্যে 56 জন বিদেশি ৷ পুলিশের দাবি, বিভ্রান্ত হয়ে বিভিন্ন জঙ্গি সংগঠনে নাম লিখিয়েছিল এমন অনেককেই সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে ৷ মৃত জঙ্গিদের মধ্যে সিংহভাগই যুক্ত ছিল জৈশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তৈবার মতো জঙ্গি সংগঠনগুলির সঙ্গে (A hundred local youths have joined the ranks of militants this year says Dilbagh Singh)৷