বেঙ্গালুরু, 9 মার্চ: ট্রাফিক জ্যামে গাড়ি আটকে যেতেই নতুন বউয়ের কাছ থেকে দে দৌড় বরের (A Newlywed Groom Ran from Car Stuck in Traffic Jam)৷ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর চিন্তামণিতে (Bengaluru News)৷ বিয়ের পরদিনই ঘটল এই ঘটনা ৷ স্থানীয় মহাদেবপুরা শহরের উপকণ্ঠে ট্রাফিক জ্যামে গাড়ি আটকে যেতেই বউকে ছেড়ে পালালেন স্বামী ৷ দুই সপ্তাহেরও বেশি সময় ধরে তাঁকে খোঁজার পর 5 মার্চ পুলিশে অভিযোগ দায়ের করা হয় ৷ তবে আজ পর্যন্ত কোনও ফল না-পেয়ে পুলিশ তল্লাশি চালায় ৷ এই বিষয়ে পুলিশ জানিয়েছে যে, প্রাক্তন প্রেমিক তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিয়ো ও ফটো প্রকাশ্যে দেওয়ার হুমকি দিতেই তিনি হতাশার মধ্যে ছিলেন ৷
15 ফেব্রুয়ারি বিয়ের পরপরই প্রাক্তন প্রেমিকের এহেন ব্ল্যাকমেলের কথা 22 বছর বয়সি স্ত্রীকে জানিয়েছিলেন ৷ এরপর স্ত্রী আশ্বস্ত করেন যদি এই ঘটনা ঘটে তবে বাবা-মা উভয়েই তাঁকে সমর্থন করবেন ৷ কিন্তু এই আশ্বাসের পরও পালিয়ে যান বছর 26-এর যুবক ৷ তাঁদের বিয়ের পরের দিন যখন নবদম্পতি একটি গির্জা পরিদর্শন করে ফিরছিলেন তখন গাড়িটি ট্রাফিক জ্যামে প্রায় 10 মিনিটের জন্য আটকে পড়ে ৷ জর্জ (বর) সামনের সিটেই ছিলেন ৷ সেই মুহূর্তেই দরজা খুলে পালিয়ে যান ৷ এই ঘটনায় হতবাক হয়ে স্ত্রীও গাড়ি থেকে নেমে তাঁকে ধাওয়া করার চেষ্টা করেন ৷ কিন্তু ব্যর্থ হন ৷