পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

College Student Stabbed to Death: প্রেসিডেন্সি কলেজ ক্যাম্পাসে ছাত্রীকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের - A Girl Stabbed to death in Bengaluru

প্রেমে প্রত্যাখাত হয়ে কলেজ ছাত্রীকে কুপিয়ে খুন করল এক ছাত্র (A Girl Stabbed to death in a Bengaluru college) ৷ পরে একই অস্ত্র দিয়ে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা ওই ছাত্রের ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ছাত্রীর ৷ আশংকাজনক কলেজ ছাত্র আপাতত ভর্তি হাসপাতালে ৷

College Student Stabbed to Death
প্রেসিডেন্সিতে ছাত্রীকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

By

Published : Jan 2, 2023, 4:31 PM IST

Updated : Jan 2, 2023, 5:07 PM IST

বেঙ্গালুরু, 2 জানুয়ারি: ভালোবাসা প্রত্যাখ্যান করার নির্মম পরিণতি ৷ বছরের দ্বিতীয়দিন বেঙ্গালুরুর ইয়ালাহাঙ্কা প্রেসিডেন্সি কলেজ (Bengaluru Presidency College) সাক্ষী রইল নৃশংস এবং একইসঙ্গে মর্মান্তিক এক ঘটনার ৷ প্রেমে প্রত্যাখাত হয়ে কলেজ ছাত্রীকে কুপিয়ে খুন করল এক ছাত্র (A Girl Stabbed to death in a Bengaluru college) ৷ পরে একই অস্ত্র দিয়ে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা ওই ছাত্রের ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ছাত্রীর ৷ আশংকাজনক অবস্থা হাসপাতালে ভরতি অভিযুক্ত (The attacker stabbed himself and hospitalized) ৷

নিহত ছাত্রী প্রেসিডেন্সি কলেজের পড়ুয়া হলেও হত্যাকারী অন্য একটি প্রতিষ্ঠানের পড়ুয়া বলে জানা গিয়েছে ৷ সোমবার, ছাত্রীকে হত্যা করার পরিকল্পনা নিয়েই ইয়ালাহাঙ্কা প্রেসিডেন্সিতে প্রবেশ করে বি-টেকের ছাত্র পবন কল্যাণ ৷ প্রাথমিকভাবে ছুরিকাঘাতে ছাত্রীকে খুন করার কারণ স্পষ্ট না-হলেও পরে জানা যায়, প্রেমে প্রত্যাখাত হয়েই এই কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত ৷

পুলিশ সূত্রে খবর, কলেজ আলাদা হলেও অভিযুক্ত এবং নিহত ছাত্রী দু'জনে একই গ্রামের বাসিন্দা এবং পূর্বপরিচিত ৷ নিহত ছাত্রী অন্য একজনের সঙ্গে সম্পর্কে থাকার কারণে সম্প্রতি পবন কল্যাণের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৷ ফলশ্রুতি হিসেবে কল্যাণের ক্ষোভ এবং এই নির্মম পরিণতি ৷

আরও পড়ুন:তরুণীকে হিঁচড়ে নিয়ে যাচ্ছে গাড়ি, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ

যদিও পুলিশের তরফে হত্যাকারীর আক্রোশ এবং খুনের কারণ জানানো হয়নি ৷ বেঙ্গালুরু রুরাল পুলিশ সুপার মল্লিকার্জুন বালদান্ডি বলেন, "আক্রমণের কারণ এখনও সামনে আসেনি ৷ হত্যাকারী একই কলেজের পড়ুয়া ছিল না ৷ মেয়েটিকে কুপিয়ে হত্যার পর সে নিজেও নিজেকে কোপাতে থাকে ৷ তাকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷"

Last Updated : Jan 2, 2023, 5:07 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details