উদয়পুর, 15 জানুয়ারি: মকর সংক্রান্তিতে একটি সুতোয় এক হাজার ঘুড়ি উড়িয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন রাজস্থানের উদয়পুরের বাসিন্দা আব্দুল কাদির ৷ সোমবার গুজরাতের আমেদাবাদে আয়োজিত ঘুড়ি উৎসবে তিনি এই নজির গড়েন ৷ গত 20 বছর ধরে তিনি এভাবেই ঘুড়ি ওড়াচ্ছেন ৷ একাধিক রেকর্ডও করেছেন তিনি ৷ আব্দুলের পরিবারের তিন প্রজন্ম ঘুড়ি ওড়ানোয় দক্ষ ৷ তবে শুধু ঘুড়ি ওড়ানোই নয়, ঘুড়িতে সচেতনতামূলক বার্তাও প্রতিবার দেন তিনি ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ তাই ঘুড়ি দেখতে এ দিন ভিড় জমিয়েছিলেন অনেকে ৷
এর আগে আব্দুল 15 ফুট ভাল্লুক আকৃতির ঘুড়ি, 45 ফুট টিকটিকি, তিরঙ্গা, ফাইটার প্লেন ও প্রজাপতি আকৃতির ঘুড়িও উড়িয়েছেন। তাঁর দক্ষতায় মুগ্ধ সবাই । আবদুল জানান, 2001 সাল থেকে তিনি ঘুড়ি ওড়াচ্ছেন । তিনি দেশের বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন । এখনও পর্যন্ত তিনি হায়দরাবাদ, কেরালা, গোয়া, চণ্ডীগড় ও পাঞ্জাবে অনুষ্ঠিত বহু ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেরা আন্তর্জাতিক ঘুড়ি রানার খেতাব জিতেছেন । তিনি অনেক পুরস্কারও জিতেছেন । সম্প্রতি গুজরাতে জি20 মিটিং উপলক্ষে ঘুড়ি ওড়ানো উৎসবে আবদুল তাঁর দক্ষতা দেখিয়েছেন ।
আব্দুল কাদির আরও জানান, তাঁর দাদা ও বাবাও ঘুড়ি ওড়ানোয় পারদর্শী ছিলেন । এখন আব্দুল তৃতীয় প্রজন্ম হিসেবে সেই দক্ষতা বহন করে চলেছেন ৷ তাঁর দাদা নূর সান ঘুড়ি ওড়ানোয় বেশ বিখ্যাত ছিলেন । প্রায় 50 বছর ধরে তিনি ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন । আবদুল আরও জানান, তাঁর বাবা আব্দুল রশিদও ঘুড়ি ওড়ানোয় দেশব্যাপী খ্যাতি অর্জন করেন । এরপর পরিবারের এই শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি । তাঁর কথায়, তাঁর দাদার ঘুড়ি ওড়ানোর শখ ছিল ৷ তারপর তাঁর বাবা দাদাকে দেখে শিখেছিলেন ৷ তিনিও দাদাকে দেখেই ঘুড়ি ওড়ানোয় আগ্রহী হন ৷