নয়াদিল্লি, 17 এপ্রিল :জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গ্রেফতার করা হল অভিনেতা দীপ সিধুকে ৷ আর্কিওলজিক্য়াল সার্ভে অফ ইন্ডিয়ার রুজু করা একটি মামলার প্রেক্ষিতেই এই গ্রেফতারি ৷ ওই এফআইআরে অভিযোগ করা হয়েছে, গত 26 জানুয়ারি লালকেল্লায় যে তাণ্ডব চালানো হয়েছিল, তাতে লালকেল্লার মতো একটি হেরিটেজ স্থাপত্যের নানা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগেই জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দীপকে ফের গ্রেফতার করে দিল্লি পুলিশ ৷
প্রসঙ্গত, শনিবারই দীপর সাধুর জামিন মঞ্জুর করেছিল দিল্লির একটি আদালত ৷ উল্লেখ্য, চলতি বছর সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় তাণ্ডবের ঘটনায় অন্যতম অভিযুক্ত এই দীপ সিধু ৷ গত 9 ফেব্রুয়ারি হরিয়ানার কার্নালে গ্রেফতার হন দীপ ৷
শনিবার সকালে শর্তসাপেক্ষে দীপের জামিনের আবেদন মঞ্জুর করে দিল্লির একটি আদালত ৷ 60 হাজার টাকার ব্য়ক্তিগত বন্ডে (30 হাজার করে মোট দু’টি সিওরিটি) তাঁকে জামিন দেওয়া হয় ৷ পাশাপাশি, দীপকে তাঁর পাসপোর্টও পুলিশের কাছে জমা রাখতে বলেন বিচারক ৷ দেন তদন্তে সম্পূর্ণ সহযোগিতার নির্দেশ ৷