কোহিমা, 26 ডিসেম্বর :সেনা বাহিনীকে বিশেষ ক্ষমতা প্রদানকারী বিতর্কিত আইন আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আফস্পা নাগাল্যান্ড থেকে প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিশেষ কমিটি গড়বে কেন্দ্র (a committee will be formed to look into withdrawal of afspa from nagaland) ৷ সেই কমিটি 45 দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর রবিবার এমনটাই জানিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও ৷ তাঁর দাবি, অমিত শাহ তাঁকে এই আশ্বাস দিয়েছেন ৷
সূত্রের খবর, গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ বৈঠকে নাগা পিপলস ফ্রন্টের প্রতিনিধিও উপস্থিত ছিলেন ৷ সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ গত 5 ডিসেম্বর নাগল্যান্ডের মন জেলায় সেনার গুলিতে 14 জন গ্রামবাসীর মৃত্যু হয় ৷ এরপরেই নাগাল্যান্ড থেকে বিতর্কিত এই সেনা আইন প্রত্যাহেরের দাবি আরও জোরদার হয় ৷