পোরবন্দর. 12 অগস্ট : গুজরাতের পোরবন্দরে সিমেন্ট কারখানার চিমনি ভেঙে 7 জনের শ্রমিকের মৃত্যুর আশঙ্কা ৷ আরও 15 শ্রমিক ধ্বংসস্তূপের ভেতরে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে ৷
বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে ৷ এদিন সৌরাষ্ট্র সিমেন্ট কারখানার রক্ষণাবেক্ষণের কাজ চলা একটি চিমনি আচমকা ভেঙে পড়ে কারখানার উপরে ৷ তাতেই কারখানার 7 জন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ৷ বিরাট ধ্বংসস্তূপের নিচে আরও 15 জন শ্রমিক আটকে রয়েছেন বলে মনে করছে স্থানীয় প্রশাসন ৷