পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Manohari Gold Tea: 1 কেজি চায়ের দাম 1 লক্ষ 15 হাজার ! কিনলেন হায়দরাবাদের ব্যবসায়ী - চা

অসমের নিলামে 1 কিলোগ্রাম 'মনোহারি গোল্ড টি' (Manohari Gold Tea)-এর দাম উঠল 1 লক্ষ 15 হাজার টাকা ! তৈরি হল নতুন রেকর্ড ৷

a businessmen from hyderabad bought 1 kg Manohari Gold Tea at Rs 1 lakh 15 thousand
মহার্ঘ্য !

By

Published : Dec 17, 2022, 8:48 PM IST

গুয়াহাটি, 17 ডিসেম্বর: রোজ সকালে চায়ের কাপে চুমুক দেওয়া মানেই সারাদিনের জন্য চাঙ্গা হয়ে যাওয়া ৷ কিন্তু, যদি সেই চায়ের দাম হয় লাখ টাকা ? তাহলেও কি স্বস্তিতে সেই চায়ে চুমুক দিতে পারবেন ? নাকি চায়ের সেই কাপ ধরতেই হাত কেঁপে যাবে আপনার ? আসুন, আপনাকে তেমনই এক দামি চায়ের হদিশ দিই আজ ! তথ্য বলছে, মহার্ঘ্য সেই চায়ের প্রতি কিলোগ্রামের দাম 1 লক্ষ 15 হাজার টাকা !

তবে, যে চায়ের কথা এখানে বলা হচ্ছে, তা কোনও খুচরো দোকানে গিয়ে কিনতে পারবেন না আপনি ৷ বস্তুত, অসমের একটি নিলামে অত্যন্ত উৎকৃষ্ট শ্রেণির এক প্রকার চায়ের দর উঠেছে 1 লক্ষ 15 হাজার টাকা ৷ গত শুক্রবার গুয়াহাটি চা নিলাম কেন্দ্রে এই ঘটনা ঘটে ৷ হায়দরাবাদের বাসিন্দা, পেশায় হোটেল ব্যবসায়ী কে বাবুরাও মোটা রেস্ত খরচ করে সেই চা কিনে নেন !

আরও পড়ুন:মানসিক চাপ, উদ্বেগে ভুগছেন ? এই ভেষজ চা ব্যবহার করে দেখুন

যে চা নিয়ে এত আলোচনা, চড়া দামের জন্য আগেও অনেক রেকর্ড তৈরি করেছে অসমের সেই 'মনোহারি গোল্ড টি' (Manohari Gold Tea) ৷ এর আগে 2018 সালে 1 কিলোগ্রাম চায়ের দর উঠেছিল 39 হাজার 1 টাকা ৷ পরের বছর সেই দাম বেড়ে হয় 50 হাজার টাকা ৷ 2020 এবং 2021 সালে তা আরও বেড়ে প্রতি কেজি চায়ের দাম ওঠে যথাক্রমে 75 হাজার টাকা এবং 99 হাজার 999 টাকা ৷ আর এবার তো আগে সমস্ত রেকর্ড ভেঙে দিল এই চা !

মহার্ঘ্য চা কেনার পর সাংবাদিকদের মুখোমুখি হন কে বাবুরাও ৷ তিনি বলেন, হায়দরাবাদের তাঁর নিজের একটি ক্যাফে আছে ৷ তিনি যে নিলামে পছন্দের চা কিনতে পেরেছেন, তার জন্য তিনি অত্যন্ত খুশি হয়েছেন বলেও জানিয়েছেন বাবুরাও ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাবুরাও বলেন, তাঁর ক্যাফেতেও ক্রেতাদের জন্য মনোহারি চা তৈরি করা হয় ৷ এক কাপ চায়ের দাম পড়ে 1 হাজার টাকা !

ABOUT THE AUTHOR

...view details