অম্বিকাপুর, 21 সেপ্টেম্বর: হোটেল ঘর থেকে এক ব্যবসায়ীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ছত্রিশগড়ের অম্বিকাপুরে ৷ জানা গিয়েছে, কোটি টাকা লাভ করার আশায় ওই ব্য়বসায়ীর ক্ষতি হয় 2 কোটি টাকা ৷ যে টাকার অংশীদার ছিলেন তাঁর কিছু বন্ধু ৷ লোকসানের পর বন্ধুরা টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিলে, ব্যবসায়ী আত্মহত্যার পথ বেছে নেন ৷
কোটওয়ালি পুলিশ স্টেশন সূত্রে জানা গিয়েছে, আত্মঘাতী ব্যবসায়ীর নাম গুরু প্রসাদ জয়েসওয়াল ৷ বৃহস্পতিবার তাঁর দেহ অম্বিকাপুর শহরের একটি হোটেল থেকে উদ্ধার হয়েছে ৷ ব্যবসায়ী কলকাতার একটি কোম্পানীর ফাঁদে পড়েন বলে জানা যায় ৷ যেখানে ওই ব্যক্তিকে টাকা ডবল করে দেওয়ার লোভ দেখানো হয়েছিল ৷ এরপর তিনি ও তাঁর দুই বন্ধু সেই ফাঁদে পড়ে 2 কোটি টাকা লগ্নি করেন ৷ তারপর সেই টাকা চোট হতেই ভেঙে পড়েন ওই ব্যবসায়ী ৷ দীর্ঘ সময় ধরে বন্ধুরা টাকার জন্য চাপ দিলে, ব্যবসায়ী আত্মহত্যার পথ বেছে নেন বলে জানা যায় ৷