সুরাত (গুজরাত), 14 ফেব্রুয়ারি : অযোধ্যায় রাম মন্দির নির্মাণে অনেকেই অনেক কিছু দান করছেন । তবে, অভিনব দান করল সুরাতের একটি বেকারি কম্পানি ব্রেড লাইনার । এই বেকারির তরফে গতকাল 48 ফুট দীর্ঘ "রাম সেতু" কেক তৈরি করে তা দান করা হয়েছে মন্দিরে । রাম মন্দির নির্মাণের তহবিলে বিরাট আকার কেকের সঙ্গে 1 লাখ 11 হাজার 111 টাকাও দান করেছে বেকারি কর্তৃপক্ষ ।
আরও পড়ুন : রাম মন্দিরের জন্য অনুদান জমা পড়েছে 1 হাজার 511 কোটি টাকা