নয়ডা,28 জুলাই:স্কুল যাওয়ার পথে 12 বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল নয়ডায় ৷ অভিযুক্তের বয়স 20 বছর ৷ ঘটনার একদিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ৷ তবে মেডিক্যাল পরীক্ষার পর থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশ ভ্যান থেকে পালানোর চেষ্টা করে ধৃত (The accused tried to flee from police van) ৷ বাধ্য হয়ে তার পায়ে গুলি চালায় পুলিশ ৷ আহত হওয়ায় পালাতে সক্ষম হয়নি সে ৷ আপাতত হাসপাতালে চিকিৎসা চলছে অভিযুক্ত যুবকের ৷
পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে নয়ডার সেক্টর 32-র একটি শুনশান জায়গা দিয়ে স্কুলে যাচ্ছিল নির্যাতিতা ৷ অভিযোগ তাকে একা পেয়ে ধর্ষণ করে অভিযুক্ত ৷ পরে পুলিশে অভিযোগ দায়ের হয় ৷ কিছুটা সময়ের ব্যবধানেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ধৃতকে ৷ সেখান থেকে ফেরার সময় নয়ডার সেক্টর 25-র কাছে একটি জায়গায় পুলিশের ভ্যান থেকে লাফিয়ে পড়ে অভিযুক্ত ৷