নয়াদিল্লি, 29 জানুয়ারি: নতুন বছরে সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) রবিবার তাঁর প্রথম মন কি বাত অনুষ্ঠানে ভাষণ দেবেন । প্রধানমন্ত্রীর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাতের 97তম সংস্করণ রবিবার (97th edition of Mann Ki Baat) ৷ আজ সকাল 11টায় সম্প্রচারিত হবে এটি । এর আগে, 25 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 2022 সালের শেষ মন কি বাত অনুষ্ঠানের সম্প্রচার হয়েছিল ৷ সেটি ছিল 96তম পর্ব ৷ যেখানে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিয়েছিলেন তিনি । আগের বছর প্রধানমন্ত্রী তাঁর শেষ মন কি বাতে বলেছিলেন, 2022 সালে দেশ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে (world's fifth-largest economy in 2022) ।
96তম মন কি বাত: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেদিনের মন কি বাত অনুষ্ঠানে বলেছিলেন, "2022 সালটি দুর্দান্ত ছিল । অমৃত কাল শুরু হওয়ার সময় ভারত স্বাধীনতার 75 বছর পূর্ণ করেছে । ভারত দ্রুত অগ্রগতি করেছে এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ৷ 220 কোটি ভ্যাকসিনের অবিশ্বাস্য রেকর্ড অর্জন করেছে এবং রফতানিতে 400 বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে ৷" তিনি সরকারের 'আত্মনির্ভর ভারত' উদ্যোগ সম্পর্কেও কথা বলেছেন ৷ আইএনএস বিক্রান্তের আত্মপ্রকাশের বিষয়ে প্রশংসাও করেছেন ।