পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mann Ki Baat: নতুন বছরে প্রথম 'মন কি বাত' মোদির, শুরু 11টায় - Mann Ki Baat

বড়দিনে (Christmas Day) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) মন কি বাতের 96তম পর্বে ভাষণ দিয়েছিলেন ৷ যেখানে তিনি দেশের অর্থনীতিক অবস্থাকে তুলে ধরে ছিলেন ৷ আজ 2023 সালের প্রথম মন কি বাত (Mann Ki Baat) অনুষ্ঠিত হতে চলেছে ৷ সকাল 11টায় প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে যোগ দেবেন ৷

Mann Ki Baat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By

Published : Jan 29, 2023, 10:04 AM IST

Updated : Jan 29, 2023, 10:23 AM IST

নয়াদিল্লি, 29 জানুয়ারি: নতুন বছরে সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) রবিবার তাঁর প্রথম মন কি বাত অনুষ্ঠানে ভাষণ দেবেন । প্রধানমন্ত্রীর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাতের 97তম সংস্করণ রবিবার (97th edition of Mann Ki Baat) ৷ আজ সকাল 11টায় সম্প্রচারিত হবে এটি । এর আগে, 25 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 2022 সালের শেষ মন কি বাত অনুষ্ঠানের সম্প্রচার হয়েছিল ৷ সেটি ছিল 96তম পর্ব ৷ যেখানে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিয়েছিলেন তিনি । আগের বছর প্রধানমন্ত্রী তাঁর শেষ মন কি বাতে বলেছিলেন, 2022 সালে দেশ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে (world's fifth-largest economy in 2022) ।

96তম মন কি বাত: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেদিনের মন কি বাত অনুষ্ঠানে বলেছিলেন, "2022 সালটি দুর্দান্ত ছিল । অমৃত কাল শুরু হওয়ার সময় ভারত স্বাধীনতার 75 বছর পূর্ণ করেছে । ভারত দ্রুত অগ্রগতি করেছে এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ৷ 220 কোটি ভ্যাকসিনের অবিশ্বাস্য রেকর্ড অর্জন করেছে এবং রফতানিতে 400 বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে ৷" তিনি সরকারের 'আত্মনির্ভর ভারত' উদ্যোগ সম্পর্কেও কথা বলেছেন ৷ আইএনএস বিক্রান্তের আত্মপ্রকাশের বিষয়ে প্রশংসাও করেছেন ।

জি-20 সম্মেলন: আসন্ন সালে জি-20 শীর্ষ সম্মেলনে (G20 summit) সভাপতিত্ব করে ভারত ৷ সে বিষয়টিও মোদি ভাষণে উল্লেখ করেন ৷ তিনি বলেন, "এই বছর ভারতও জি-20 গ্রুপের সভাপতিত্বের মর্যাদাপূর্ণ দায়িত্ব পেয়েছে । আমি গতবারও এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি ৷" তিনি জোর দিয়েছিলেন, জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ এবং আতিমারীর মতো আজকের বড় চ্যালেঞ্জগুলিতে ৷ তিনি জানিয়েছিলেন, একে অপরের সঙ্গে লড়াই করে এর সমাধান করা যায় না ৷ তবে একসঙ্গে কাজ করে সমাধান করা সম্ভব ।

বিশেষ বার্তা:প্রধানমন্ত্রী লিখেছিলেন,"ভারতের জি-20 এজেন্ডা হবে অন্তর্ভুক্তিমূলক, উচ্চাভিলাষী, কর্মমুখী এবং সিদ্ধান্তমূলক।" 'এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত' (One Earth, One Family, One Future) থিমের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, ভারতের জি-20 প্রেসিডেন্সি একত্বের সর্বজনীন অনুভূতিকে প্রচার করতে কাজ করবে । এটি কেবল একটি স্লোগান নয় । এটি মানবিক পরিস্থিতিতে সাম্প্রতিক পরিবর্তনগুলিকে বিবেচনা করে, যা আমরা সম্মিলিতভাবে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছি ৷"

আরও পড়ুন:'জি20-এর সভাপতিত্ব ভারতের কাছে বিরাট সুযোগ', দেশবাসীকে 'মনের কথা' বললেন মোদি

Last Updated : Jan 29, 2023, 10:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details