নয়াদিল্লি, 16 জুলাই:ভারতের মতো কৃষি প্রধান দেশের ক্ষেত্রে বর্ষাকালের আলাদা তাৎপর্য রয়েছে ৷ দেশে ভালো বৃষ্টি হলে অর্থনীতির বিকাশ ঘটে ৷ চলতি বর্ষা মরশুমের শুরু থেকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ বেশ ভালো ৷ শুধু তাই নয় কোনও কোনও জায়গায় রেকর্ড ভাঙা বৃষ্টিও হয়েছে (Many places received record breaking rainfall in India) ৷ এর ফলে বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে বেশ কয়েকটি রাজ্যে ৷ গুজরাত থেকে শুরু করে মহারাষ্ট্র বা তেলেঙ্গানার একাংশের অবস্থাও বেশ খারাপ ৷ দিন কয়েক আগে অসমের ভয়াবহ বন্যা চিত্র দেখে শিউরে উঠেছিল দেশ ৷ এরইমধ্যে জানা গেল চলতি বর্ষা মরশুমে শুধু প্রাকৃতিক বিপর্যয় ঘটিত কারণে প্রাণ হারিয়েছেন 970 জন ৷ বন্য়া-সহ সমগ্র পরিস্থিতি সামাল দিতে রাজ্যগুলিকে প্রায় 2446 কোটি টাকার অর্থ সাহায্য করেছে কেন্দ্রীয় সরকার ৷
সরকারি তথ্য থেকে জানা গিয়েছে অসমে বন্য়া-সহ নানা কারণে প্রাণ গিয়েছে 193 জনের ৷ হিমাচলে মৃত্য়ু হয়েছে 187 জনের ৷ 99 জনের প্রাণ গিয়েছে মহারাষ্ট্রে ৷ অমসে শুধু জলে ডুবে প্রাণ গিয়েছে 174 জনের ৷ ধসের কারণে মারা গিয়েছেন 19 জন ৷ হিমাচলে 37 জনের মৃত্য়ু হয়েছে জলে ডুবে ৷ পাশাপাশি বাজ পড়েও বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন ৷