পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Natural Calamity in Monsoon: চলতি বর্ষায় সারা দেশে প্রাণ গিয়েছে 970 জনের - Many places received record breaking rainfall in India

চলতি বর্ষা মরশুমে শুধু প্রাকৃতিক বিপর্যয় ঘটিত কারণে দেশে প্রাণ হারিয়েছেন 970 জন (Natural calamity claimed 970 lives in this monsoon) ৷ পরিস্থিতি সামাল দিতে রাজ্যগুলিকে প্রায় 2446 কোটি টাকার অর্থ সাহায্য করেছে কেন্দ্র ৷ শুধু অসমেই প্রাণ গিয়েছে 193 জনের ৷

প্রাকৃতিক বিপর্যয়ে কেড়েছে 970 প্রাণ
প্রাকৃতিক বিপর্যয়ে কেড়েছে 970 প্রাণ

By

Published : Jul 16, 2022, 4:10 PM IST

নয়াদিল্লি, 16 জুলাই:ভারতের মতো কৃষি প্রধান দেশের ক্ষেত্রে বর্ষাকালের আলাদা তাৎপর্য রয়েছে ৷ দেশে ভালো বৃষ্টি হলে অর্থনীতির বিকাশ ঘটে ৷ চলতি বর্ষা মরশুমের শুরু থেকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ বেশ ভালো ৷ শুধু তাই নয় কোনও কোনও জায়গায় রেকর্ড ভাঙা বৃষ্টিও হয়েছে (Many places received record breaking rainfall in India) ৷ এর ফলে বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে বেশ কয়েকটি রাজ্যে ৷ গুজরাত থেকে শুরু করে মহারাষ্ট্র বা তেলেঙ্গানার একাংশের অবস্থাও বেশ খারাপ ৷ দিন কয়েক আগে অসমের ভয়াবহ বন্যা চিত্র দেখে শিউরে উঠেছিল দেশ ৷ এরইমধ্যে জানা গেল চলতি বর্ষা মরশুমে শুধু প্রাকৃতিক বিপর্যয় ঘটিত কারণে প্রাণ হারিয়েছেন 970 জন ৷ বন্য়া-সহ সমগ্র পরিস্থিতি সামাল দিতে রাজ্যগুলিকে প্রায় 2446 কোটি টাকার অর্থ সাহায্য করেছে কেন্দ্রীয় সরকার ৷

সরকারি তথ্য থেকে জানা গিয়েছে অসমে বন্য়া-সহ নানা কারণে প্রাণ গিয়েছে 193 জনের ৷ হিমাচলে মৃত্য়ু হয়েছে 187 জনের ৷ 99 জনের প্রাণ গিয়েছে মহারাষ্ট্রে ৷ অমসে শুধু জলে ডুবে প্রাণ গিয়েছে 174 জনের ৷ ধসের কারণে মারা গিয়েছেন 19 জন ৷ হিমাচলে 37 জনের মৃত্য়ু হয়েছে জলে ডুবে ৷ পাশাপাশি বাজ পড়েও বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন ৷

আরও পড়ুন: দেশে কোভিড ভ্যাকসিন 200 কোটির পথে, করোনা আক্রান্তের সংখ্যা 20 হাজারের ঘরে, সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ

একইসঙ্গে গুজরাতে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে প্রাণ গিয়েছে 88 জনের ৷ মণিপুর এবং বিহারে প্রাণ হারিয়েছেন যথাক্রমে 53 এবং 50 জন ৷ মধ্য়প্রদেশেও মৃত্য়ু হয়েছে 32 জনের ৷ এছাড়া বিভিন্ন রাজ্যে একই কারণে আরও 82 জনের মৃত্যু হয়েছে ৷ বৃষ্টি থেকে শুরু করে ঝড়-সহ নানা কারণে 16টি রাজ্যের 29 হাজার 700টি বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে ৷ 25 হাজারের কাছাকাছি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ অসহায় মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনতে বিভিন্ন রাজ্যে সহায়তা কেন্দ্রও খোলা হয়েছে ৷ অসমের অবস্থা সবচেয়ে বেশি ভয়াবহ বলে, সে রাজ্যে প্রায় 325 কোটি টাকা পাঠানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details