মুম্বই, 7 জানুয়ারি: করসেবক শালিনী দবির ৷ বয়স 96 ৷ 90 এর দশকে রাম মন্দির আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া এই নবতিপর বৃদ্ধাকে আগামী 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ ঐতিহাসিক ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাঁকে কর্তৃপক্ষ বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছে বলে জানালেন এই করসেবক । পাশাপাশি তিনি স্মরণ করলেন বাবরি কাঠামোর পতনের ঘটনা প্রবাহ ৷ জানালেন, সেই সময় সংশোধনাগারগুলি পূর্ণ থাকায় কীভাবে তিনি বাধ্য হয়ে একটি স্কুলে বন্দি অবস্থায় ছিলেন ৷
তখন 63 বছর বয়স দবিরের ৷ 60 কিলোমিটার পথ হেঁটে তিনি অযোধ্যায় পৌঁছন এবং 1990 সালের 30 অক্টোবর অযোধ্যায় পৌঁছনোর পর তিনি বাবরি কাঠামোর পতনের সাক্ষী হন । মহারাষ্ট্রের বাসিন্দা দবির 1990 সালে করসেবার জন্য মুম্বই ছেড়েছিলেন । তিনি বলেন, "করসেবকদের উপর গুলি চালানো হয়েছিল, এবং পুলিশ আমাদের উপর সবচেয়ে বেশি নির্যাতন করেছিল...৷ ইউপি পুলিশ দাদার থেকে একদল মহিলা করসেবককে গ্রেফতার করে এবং তাঁদের স্কুলপ্রাঙ্গণে রাখে । জেল পূর্ণ থাকায় আমাকে একটি স্কুলে বন্দি করা হয়েছিল ৷"
তিনি আরও দাবি করেন যে, তাঁর উপর লাঠিচার্জই হয়েছে, তাঁর চারপাশে কাঁদানে গ্যাস ও গুলি চলেছে ৷ একটি বুলেট তাঁর গা ঘেঁষে চলে গিয়েছিল বলে দাবি করেন প্রবীণ করসেবক ৷ তাঁর কথায়, "আমার পাশের লোকটি বুলেটে মারা যান ৷"