পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Delhi High Court : ছেলেদের অত্যাচারে বাড়িছাড়া 95 বছরের বৃদ্ধা, দিল্লি হাইকোর্টে মামলা - মা

স্বামীর মৃত্যুর পরই শুরু হয় নির্যাতন ৷ পরে মাথার উপর থেকে ছাদটুকুও কেড়ে নেওয়া হয় ৷ ছেলেদের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন 95 বছরের এক বৃদ্ধা ৷ এর বিহিত চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন তিনি ৷ তাঁর হয়ে মামলার দ্রুত নিষ্পত্তির পক্ষে সওয়াল করেছে দিল্লি সরকার ৷

95 year old woman forcefully evicted by sons, moves delhi high court
Delhi High Court : ছেলেদের অত্যাচারে বাড়িছাড়া 95 বছরের বৃদ্ধা, দিল্লি হাইকোর্টে মামলা

By

Published : Nov 19, 2021, 6:58 PM IST

নয়াদিল্লি, 19 নভেম্বর :বাড়ি তৈরি করে গিয়েছিলেন স্বামী ৷ আজ তিনি প্রয়াত ৷ অথচ সেই বাসস্থান থেকেই 95 বছরের এক বৃদ্ধাকে বের করে দেওয়া হয়েছে ৷ জীবনের শেষ প্রান্তে এসে চরম বিপাকে পড়েছেন তিনি ৷ আর এর জন্য দায়ী করেছেন তাঁর সন্তানদের ৷ বৃদ্ধার অভিযোগ, তাঁর ছেলেরাই তাঁকে তাঁর স্বামীর বাড়ি থেকে উৎখাত করেছেন ৷ সুবিচার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধা ৷ দিল্লি হাইকোর্টে (Delhi High Court) এই মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে আবেদন জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন :বিয়েতে রাজি না হওয়া আগরায় তরুণী ও তাঁর মাকে খুন

আদালত সূত্রে জানা গিয়েছে, গত 16 নভেম্বর এই মামলাটির শুনানি হয় বিচারপতি রেখা পল্লির এজলাসে ৷ তিনি পূর্ব দিল্লির জেলাশাসককে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ৷ বৃদ্ধার হয়ে মামলাটি লড়ছেন আইনজীবী কে বি হিনা ৷ গত 17 অগাস্ট তাঁর মাধ্যমেই মামলা রুজু করেন ওই বৃদ্ধা ৷ তাঁর অভিযোগ ছিল, জেলাশাসকের কাছে নিজের সমস্যার কথা জানিয়েও কোনও সুরাহা হয়নি ৷ তাই এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন ওই বৃদ্ধা ৷

ইতিমধ্যেই এই মামলায় সরকার পক্ষের তরফে হস্তক্ষেপ করা হয়েছে ৷ দিল্লি সরকারের তরফে আদালতে হাজিরা দিয়েছেন আইনজীবী শোভনা টাকিয়ার ৷ তিনি আদালতকে জানিয়েছেন, মামলাকারীর বয়সের কথা মাথায় রেখেই মামলার দ্রুত নিষ্পত্তি করার পক্ষে আবেদন জানাচ্ছে দিল্লি সরকার ৷ এক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত নথিও আদালতে জমা করা হয়েছে ৷

আরও পড়ুন :Salman Khurshid's book : খুরশিদের বই নিষিদ্ধ করার দাবিতে দিল্লি হাইকোর্টে মামলা

অন্যদিকে মামলাকারী আদালতকে জানিয়েছেন, গত এপ্রিল মাসে তাঁর স্বামীর মৃত্যুর হয় ৷ আর তারপর থেকেই তাঁর উপর অত্যাচার শুরু করেন ছেলেরা ৷ শেষমেশ বৃদ্ধা মাকে বাড়ি থেকেই বের করে দেন তাঁরা ! এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বৃদ্ধার এক মেয়ে ৷ তিনিই মাকে সঙ্গে নিয়ে যান ৷ পরে ওই মেয়ের সাহায্যে আদালতের দ্বারস্থ হন বৃদ্ধা ৷

ABOUT THE AUTHOR

...view details