নয়াদিল্লি, 19 নভেম্বর :বাড়ি তৈরি করে গিয়েছিলেন স্বামী ৷ আজ তিনি প্রয়াত ৷ অথচ সেই বাসস্থান থেকেই 95 বছরের এক বৃদ্ধাকে বের করে দেওয়া হয়েছে ৷ জীবনের শেষ প্রান্তে এসে চরম বিপাকে পড়েছেন তিনি ৷ আর এর জন্য দায়ী করেছেন তাঁর সন্তানদের ৷ বৃদ্ধার অভিযোগ, তাঁর ছেলেরাই তাঁকে তাঁর স্বামীর বাড়ি থেকে উৎখাত করেছেন ৷ সুবিচার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধা ৷ দিল্লি হাইকোর্টে (Delhi High Court) এই মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে আবেদন জানিয়েছেন তিনি ৷
আরও পড়ুন :বিয়েতে রাজি না হওয়া আগরায় তরুণী ও তাঁর মাকে খুন
আদালত সূত্রে জানা গিয়েছে, গত 16 নভেম্বর এই মামলাটির শুনানি হয় বিচারপতি রেখা পল্লির এজলাসে ৷ তিনি পূর্ব দিল্লির জেলাশাসককে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ৷ বৃদ্ধার হয়ে মামলাটি লড়ছেন আইনজীবী কে বি হিনা ৷ গত 17 অগাস্ট তাঁর মাধ্যমেই মামলা রুজু করেন ওই বৃদ্ধা ৷ তাঁর অভিযোগ ছিল, জেলাশাসকের কাছে নিজের সমস্যার কথা জানিয়েও কোনও সুরাহা হয়নি ৷ তাই এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন ওই বৃদ্ধা ৷