পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দাপট কমছে কোরোনার - corona update

কোরোনার টিকাকরণ শুরু হয়ে গিয়েছে । এখনও পর্যন্ত মোট 75 লাখ 5 হাজার 10 জনকে টিকা দেওয়া হয়েছে ।

9309 new covid positive cases are found in india
9309 new covid positive cases are found in india9309 new covid positive cases are found in india

By

Published : Feb 12, 2021, 10:23 AM IST

দিল্লি, 12 ফেব্রুয়ারি : দেশে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত 9 হাজার 309 জন । বৃহস্পতিবার দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 12 হাজার 923 জন । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 1 কোটি 8 লাখ 80 হাজার 603 জন ।

এদিকে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে 87 জনের মৃত্যু হয়েছে । গতকাল মৃত্যু হয়েছিল 108 জনের । এনিয়ে এপর্যন্ত মৃত্যু হয়েছে মোট 1 লাখ 55 হাজার 447 জনের । গত 24 ঘণ্টায় 15 হাজার 858 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 5 লাখ 89 হাজার 230 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 35 হাজার 926 ।

আরও পড়ুন : রাজ্যে ফের দৈনিক সংক্রমণ পেরোল দু'শো

দেশে কোরোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । মোট আক্রান্ত হয়েছে 20 লাখ 52 হাজার 905 জন । সুস্থ হয়ে উঠেছে 19 লাখ 70 হাজার 53 জন । দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্নাটক । কেরালায় মোট আক্রান্ত 9 লাখ 88 হাজার 655 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 20 হাজার 539 জন । যেখানে কর্নাটকে মোট আক্রান্তের সংখ্যা 9 লাখ 44 হাজার 57 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 25 হাজার 829 জন ।

ABOUT THE AUTHOR

...view details