উদয়পুর, 24 সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে রবিবার পথ চলা শুরু হল আরও ন'টি বন্দে ভারত এক্সপ্রেসের ৷ যাত্রীদের প্রতিক্রিয়ার ভিত্তিতে সফরকে আরও আরামদায়ক করার জন্য এই ট্রেনগুলিতে বেশকয়েকটি নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে ৷ হয়েছে ধোপদুরস্ত সিট রিক্লাইনিং অ্যাঙ্গেল ৷ জল যাতে চারপাশে ছড়িয়ে না যায়, সে জন্য গভীর হয়েছে হাত-মুখ ধোয়ার বেসিন ৷ এ ভাবেই ছোটখাটো বিষয়গুলির দিকে নজর দিয়ে কোচগুলিকে তৈরি করেছেন নির্মাতারা ৷
রেলওয়ে তার প্রথম কমলা রঙের বন্দে ভারত এক্সপ্রেস চালু করেছে কাসারগোড় থেকে তিরুবনন্তপুরম পর্যন্ত ৷ এটি একটি উচ্চ চাহিদার রুট যেখানে এখন থেকে এই ধরনের দুটি ট্রেন চলবে বলে জানিয়েছেন ভারতীয় রেলওয়ের একজন শীর্ষ আধিকারিক ৷ আগামী দুই মাসে আরও ন'টি কমলা রঙের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হবে বলে আশা করা হচ্ছে ।
যাত্রীদের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে ট্রেনগুলিতে চালু করা নতুন বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে, আসনের হেলান কোণ 17.31 ডিগ্রি থেকে 19.37 ডিগ্রিতে উন্নীত করা, কুশনের কঠোরতা অপ্টিমাইজ করা এবং এক্সিকিউটিভ ক্লাস কোচের আসনের রঙ লাল থেকে মনোরম নীলে পরিবর্তিত করা । পরিবর্তনগুলির মধ্যে আরও রয়েছে আসনের নীচে মোবাইল চার্জিং পয়েন্টের উন্নত অ্যাক্সেসযোগ্যতা, আসনগুলির জন্য বর্ধিত ফুটরেস্ট এবং এক্সিকিউটিভ ক্লাস কোচ-এন্ড সিটের জন্য ম্যাগাজিন ব্যাগ ।