তিরুপতি, 15 সেপ্টেম্বর: পৃথক দুই পথ দুর্ঘটনায় মোট 9 জনের মৃত্যু ৷ প্রথম পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন 5 জন ৷ একটি গাড়ি ও লরির সংঘর্ষের ফলে এই পথ দুর্ঘটনাটি ঘটে ৷ এই ঘটনায় আহত হয়েছেন আরও 11 জন ৷ শুক্রবার ভোররাত সাড়ে তিনটের সময় অন্ধ্রপ্রদেশের আন্নামায়া জেলায় এই পথ দুর্ঘটনাটি ঘটে ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় রুয়া হাসপাতালে ভর্তি করা হয় ৷ নিহতরা কর্নাটকের বাসিন্দা ৷ সকলেই তিরুমালা থেকে ফিরছিলেন বলে জানা গিয়েছে ৷ কাদাপা-চিত্তোর জাতীয় সড়কের মাথামপল্লীতে গাড়ির সঙ্গে লরিটির সংঘর্ষ হয় ৷ দুর্ঘটনায় সময় গাড়িটিতে ছিলেন 16 জন ৷ তার মধ্যে ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয় ৷ গুরুতর আহত হয়েছেন আরও 11 জন ৷
শ্রীশৈলমে মল্লিকার্জুন স্বামী মন্দির দর্শনের পর তীর্থযাত্রার উদ্দেশ্য তিরুমালা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে ৷ নিহতদের মধ্যে রয়েছেন মা শোভা (36), মেয়ে অম্বিকা (14), মানন্দ (32) ও গাড়িচালক হনুমান (42) ৷ এদের সকলের দেহ পিলার সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে ৷ এই ঘটনায় 11 জন আহতকে উন্নত চিকিৎসা পরিষেবার জন্য তিরুপতির রুয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷