পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Firecracker Factory Blast: তামিলনাড়ুর কাঞ্চিপুরম বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত 9

বুধবার তামিলনাড়ুর কাঞ্চিপুরমে (Kancheepuram) বাজি কারখানায় (firecracker factory blast) ভয়াবহ বিস্ফোরণ ৷ দুর্ঘটনায় নিহত 9 জন শ্রমিক ৷ গুরুতর আহত হয়েছেন আরও 12 জন শ্রমিক ৷ তামিলনাড়ুর কুরুভিমালাই ভাললথোত্তম এলাকার ঘটনা ৷

Firecracker Factory Blast
কাঞ্চিপুরম বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

By

Published : Mar 22, 2023, 10:40 PM IST

কাঞ্চিপুরম (তামিলনাড়ু), 22 মার্চ: বুধবার তামিলনাড়ুর কাঞ্চিপুরমে (Kancheepuram) বাজি কারখানায় (firecracker factory blast) ভয়াবহ বিস্ফোরণ ৷ দুর্ঘটনায় নিহত 9 জন শ্রমিক ৷ গুরুতর আহত হয়েছেন আরও 12 জন শ্রমিক ৷ বিস্ফোরণের সময় কারখানার ভিতরে কাজ করছিলেন 30 জনের বেশি শ্রমিক ৷ আশঙ্কা করা হচ্ছে, আহতের সংখ্যা আরও বাড়তে পারে ৷ এই বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তামিলনাড়ুর কুরুভিমালাই ভাললথোত্তম (Kuruvimalai Valalthottam) এলাকায় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তামিলনাড়ুর কাঞ্চিপুরমে বাজি কারখানায় শ্রমিকরা আতশবাজি তৈরি ও সংরক্ষণের কাজ করছিলেন ৷ আচমকাই কারখানার ভিতরে বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা এলাকা (blast at a firecracker factory) ৷ এমনকী, কারখানার একটা অংশও বিস্ফোরণের তীব্র আওয়াজে ধসে পড়ে এবং আগুনও লেগে যায় ৷

পুলিশ আরও জানিয়েছে, নিহত নয় জনের মধ্যে তিনজনের পরিচয় এখনো জানা যায়নি ৷ বাকি ছয় জনের নাম ভূপতি (বয়স 57), মুরুগান (বয়স 40), শশিকলা (বয়স 35), দেবী (বয়স 32), সুদর্শন (বয়স 31), ও বিদ্য়া (বয়স 30) ৷ এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (Chief Minister MK Stalin) ৷ তিনি নিহত পরিবারবর্গদের প্রতি সান্ত্বনা জানিয়েছেন ৷ পাশাপাশি ক্ষতিপূরণ হিসাবে নিহত পরিবারের সদস্যদের 3 লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন ও আহত পরিবারবর্গদের 1 লাখ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন ৷

আরও পড়ুন: করোনা ও ইনফ্লুয়েঞ্জা পরিস্থিতি নিয়ে বৈঠকে মোদি, নিয়মিত নজরদারির নির্দেশ

উল্লেখ্য, বাজি কারখানায় বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি ৷ কারখানার মালিক নরেন্দ্রণকে গ্রেফতার করেছে পুলিশ ৷ কারখানাটি 20 বছর চলছিল বলে জানা গিয়েছে ৷ ঘটনার কথা জানতে পেরে তামিলনাড়ুর মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বিভাগের মন্ত্রী টি.এম আনবরাসন কাঞ্চিপুরম জেলা সরকারি হাসপাতালে ভর্তি 12 জন আহতের সঙ্গে দেখা করেন এবং নিহতদের প্রতি শোক প্রকাশ জ্ঞাপন করেন।

ABOUT THE AUTHOR

...view details