পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Fuel Price: কেন্দ্রের পর জ্বালানির দাম আরও কমাল 10 বিজেপিশাসিত রাজ্য - পেট্রল ও ডিজ়েলের দাম

দীপাবলিতে ডাবল ইঞ্জিনের ডাবল ধামাকা উপহার দিল নরেন্দ্র মোদির দল ৷ কেন্দ্র শুল্ক কমিয়ে পেট্রল ও ডিজ়েলের দামে (Petrol Diesel Price) স্বস্তি দেওয়ার পর ভ্যাট কমিয়ে জ্বালানির দাম (Fuel price) আরও কমাল বিজেপি শাসিত 10 রাজ্য (BJP-Ruled States) ৷

9-bjp-ruled-states-announces-additional-cuts-reduces-vat-on-fuel-price
কেন্দ্রের পর জ্বালানির দাম আরও কমাল 9 বিজেপি শাসিত রাজ্য

By

Published : Nov 4, 2021, 12:00 PM IST

নয়াদিল্লি, 4 নভেম্বর: উপনির্বাচনে বিভিন্ন রাজ্যে খারাপ ফলাফলের পর দীপাবলির মুখে দেশবাসীকে উপহারে ভরিয়ে দিল কেন্দ্রীয় সরকার ৷ আমজনতাকে স্বস্তি দিতে শুল্কে ছাড় দিয়ে কমানো হয়েছে পেট্রল ও ডিজেলের দাম (Petrol Diesel Price) ৷ পেট্রলে লিটারপিছু 5 টাকা এবং ডিজ়েলে লিটারপিছু 10 টাকা কমানো হয়েছে ৷ জনগণের মুখের হাসি চওড়া করে জ্বালানির দাম (Fuel price) আরও কিছুটা কমানোর ব্যবস্থা করল বিজেপি শাসিত 10 রাজ্য (BJP-Ruled States)৷

জ্বালানির উপর রাজ্যের তরফে যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট (VAT) নেওয়া হয়, তার পরিমাণ কমানোর কথা ঘোষণা করেছে অসম, ত্রিপুরা, মণিপুর, কর্নাটক, গোয়া, উত্তরপ্রদেশ, গুজরাত, হরিয়ানা, হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ড ৷ বৃহস্পতিবার অর্থাৎ কালীপুজোর দিন থেকেই কার্যকর হয়েছে নয়া দাম ৷

কেন্দ্র দাম কমানোর পর ভ্যাট কমিয়ে পেট্রল ও ডিজ়েল লিটারপিছু আরও 7 টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে অসম, ত্রিপুরা, মণিপুর, কর্নাটক ও গোয়া ৷ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বুধবার ঘোষণা করেছেন যে, তাঁর রাজ্যে পেট্রলে লিটারে 2 টাকা করে ভ্যাট কমানো হবে ৷ তিনি জানান, "উত্তরাখণ্ডে পেট্রল লিটারে 7 টাকা সস্তা হবে ৷ কেন্দ্রীয় সরকার শুল্ক কমিয়ে পেট্রলের দাম লিটারপিছু 5 টাকা ও ডিজ়েলের দাম লিটারপিছু 10 টাকা কমানোয় আমি রাজ্যের সবার তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাতে চাই ৷ উত্তরাখণ্ড সরকারও সিদ্ধান্ত নিয়েছে যে পেট্রলে লিটারে 2 টাকা কমিয়ে বাড়তি স্বস্তি দেওয়া হবে ৷"

আরও পড়ুন:Petrol-Diesel Price : দাম কমল পেট্রল-ডিজ়েলের, মধ্যরাত থেকে কার্যকর

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংও ৷ তিনি টুইটে লিখেছেন, "এই দীপাবলিতে জনগণের উপহারস্বরূপ পেট্রল ও ডিজ়েলের শুল্ক কমাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে হার্দিক ভাবে স্বাগত জানাই ৷ আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, মণিপুরের সরকারও পেট্রল ও ডিজ়েলের উপর থেকে লিটারে 7 টাকা করে ভ্যাট কমাবে ৷"

একই কথা জানিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পথ ধরে ত্রিপুরা সরকারও কাল থেকে পেট্রল ও ডিজ়েলে লিটারপিছু আরও 7 টাকা কমাচ্ছে ৷" হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন, তাঁর সরকারও পেট্রল-ডিজ়েলের উপর ভ্যাট কমাবে ৷ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার ঘোষণা করেছেন, কেন্দ্র শুল্ক কমানোর পর রাজ্যও ভ্যাট কমানোয় হরিয়ানায় পেট্রল ও ডিজ়েল লিটারে 12 টাকা করে সস্তা হবে ৷

আরও পড়ুন :Diesel price hike : সেঞ্চুরি পার ডিজেলের

গত কয়েকদিন ধরেই পেট্রল ও ডিজ়েলের ক্রমবর্ধমান দাম নাভিশ্বাস তুলেছিল আমজনতার ৷ তিন মেট্রো শহরে পেট্রলের দাম লিটারে 120 ছুঁয়েছিল আর ডিজ়েলের দাম লিটারে সেঞ্চুরি ছাড়িয়ে যায় ৷ অবিলম্বে দাম কমানোর দাবিতে সরব হয়েছিলেন বিরোধীরা ৷ দেশের বিভিন্ন প্রান্তে সদ্য হওয়া উপনির্বাচনেও জ্বালানির মূল্যবৃদ্ধিকেই হাতিয়ার করেছিল বিরোধী দলগুলি ৷ বাংলা-সহ অন্যান্য সব জায়গাতেই উপনির্বাচনের ফল হতাশ করেছে গেরুয়া শিবিরকে ৷ তারপরই ঠিক দীপাবলির মুখে জ্বালানির দামে অনেকটাই স্বস্তি দিল কেন্দ্রীয় সরকার ৷ বিজেপিশাসিত রাজ্যগুলি আবার বাড়তি ছাড় দিয়ে চাপ বাড়াল বিরোধীদের উপর ৷ যে 10 রাজ্যে বাড়তি ছাড় দেওয়া হয়েছে, তার মধ্যে 4 রাজ্যই ভোটমুখী ৷ ভাবমূর্তি উদ্ধারে দীপাবলিতে ডাবল ইঞ্জিনের ডাবল ধামাকা উপহার দিল নরেন্দ্র মোদির দল ৷

আরও পড়ুন:Lalu Prasad Yadav : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের পর ফের দাম বাড়বে জ্বালানির, ভবিষ্যদ্বাণী লালুর

ABOUT THE AUTHOR

...view details