গোয়ালিয়র, 16 জুলাই: অষ্টম শ্রেণির এক ছাত্রর মৃত্যুতে তুমুল উত্তেজনা সৃষ্টি হল গোয়ালিয়রের একটি স্কুলে ৷ স্কুলের দুই শিক্ষকের মারধরের জেরে ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের । ছাত্রের মৃত্যুর জন্য স্কুলের কর্মচারীদের দায়ী করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় মৃত ছাত্রের পরিবার । ঘটনাস্থলে এই নিয়ে তীব্র হট্টগোল শুরু হলে পুলিশকে খবর দেওয়া হয় ৷ ছাত্রের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷ ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ।
ঘটনাটি ঘটেছে বহোদাপুর থানার অন্তর্গত শব্দপ্রতাপ আশ্রমের কাছে ফোর্ট ভিউ স্কুলে । সেখানেই অষ্টম শ্রেণিতে পড়ত কৃষ্ণা চৌহান নামে এক ছাত্র । তার বাবা কোক সিং চৌহান জানিয়েছেন, আট মাস আগেও প্রিন্সিপাল আকাশ শ্রীবাস্তব, শিক্ষক সোনু শ্রীবাস্তব এবং আকবর খান ওই ছাত্রকে লাঠি দিয়ে পিটিয়েছিলেন ৷ যার জেরে সে চার মাস মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে ছিল ৷ এরপর তার আত্মীয়-স্বজনেরা স্কুলের কর্মীদের স্পষ্ট জানিয়ে দেন, ছেলেকে স্পর্শ করার দরকার নেই ৷ ছাত্রের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তা যেন তার পরিবারের সদস্যদের জানানো হয় ।
তা সত্ত্বেও, গত 12 জুলাই বিকেলে আকবর খান নামে এক শিক্ষক কৃষ্ণকে মোরগ করে দাঁড়ানোর শাস্তি দেন ৷ পাশাপাশি শিক্ষক সোনু শ্রীবাস্তব কৃষ্ণের হাতে লাঠি দিয়ে আঘাত করেন, যার কারণে সে যন্ত্রণায় কাতরাতে শুরু করে । বাড়ি ফেরার পথে তার শরীর ছেড়ে দেয় এবং সে বমি করতে শুরু করে ।