পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চালু হল মুম্বইয়ের 88 শতাংশ লোকাল ট্রেন - মুম্বাইয়ের ৮৮ শতাংশ লোকাল ট্রেন চালু

মুম্বইয়ে চালু হল লোকাল ট্রেন পরিষেবা । তবে সরকার নির্দিষ্ট  জরুরি পরিষেবাগুলির  সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই ট্রেন পরিষেবা দেওয়া হবে।

mumbai railways
লোকাল ট্রেন চালু হলো

By

Published : Nov 2, 2020, 10:01 PM IST

মুম্বই, 2 নভেম্বর: কোরোনা আবহের মধ্যেই মুম্বই য়ে চালু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা । শুধু তাই-ই নয়, কোরোনা সংক্রমণ রুখতে লোকাল ট্রেনের ভিড় এড়াতে 753টি নতুন স্পেশাল ট্রেন চালু করল ওয়েস্টার্ন রেলওয়ে । এর ফলে শহরতলিতে যাত্রী পরিবহনের জন্য ট্রেনের সংখ্যা বেড়ে হল মোট 2773টি। কোরোনা আক্রান্তে দেশের মধ্যে রেকর্ড গড়েছে মহারাষ্ট্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান মতে, মহারাষ্ট্রে সোমবারও 3390 জন কোরোনা আক্রান্ত হয়েছেন। তবুও এরই মধ্যে রাজ্যের লাইফ লাইনকে সচল করল মুম্বই প্রশাসন। দেশের এই বাণিজ্য নগরীতে রুটি রুজির জন্য বহু মানুষকে কাজে বের হতে হয়। এতদিন ট্রেন পরিষেবা বন্ধ থাকায় সবচেয়ে আর্থিক সংকটে ছিলেন প্রান্তিক ও খেটে খাওয়া গরিব মানুষেরা। তাই কোরোনা সংক্রমণের মধ্যেও সামাজিক দূরত্ব বিধি ও অন্যান্য সতর্কতা বজায় রেখে ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ নেয় প্রশাসন।

সপ্তাহের প্রথম দিন সোমবার থেকে শুরু হয়েছে মুম্বইয়ের লোকাল ট্রেন পরিষেবা। তবে এই ট্রেন পরিষেবা কিন্তু সবার জন্য চালু করা হয়নি। সোশাল মিডিয়ায় রবিবার ওয়ের্স্টান রেলওয়ের তরফ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়। শুধুমাত্র সরকার নির্দিষ্ট জরুরি পরিষেবাগুলির সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই ট্রেন পরিষেবা দেওয়া হবে। মহারাষ্ট্রে 1 লাখ 25 হাজারের বেশি মানুষ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত।


রেলের তরফে জানানো হয়েছে, কোরোনা সংক্রমণের আগে শহরতলির মোট 3141টি পরিষেবা চালু ছিল। এখন তার মধ্যে 88 শতাংশ পরিষেবা চালু করা হল । লকডাউনের আগে স্বাভাবিক সময়ে এখানে সেন্ট্রাল রেলওয়ে (CR) 1772টি ও ওয়েস্টার্ন রেলওয়ে (WR) শহরতলির নেটওয়ার্ক বজায় রাখতে 1367টি পরিষেবা চালাত। রবিবার যৌথ প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে সেন্ট্রাল ও ওয়েস্টার্ন রেলওয়ে । সেখানে জানানো হয় পরিবর্তিত পরিস্থিতিতে CR এখন আরও 552 টি এবং WR আরও 201টি পরিষেবা চালু করবে।


এই পরিষেবা চালুর আগে রেল কর্তৃপক্ষ অবশ্য প্রশাসনকে চিঠি দিয়ে কোরোনা সতর্কতা বিষয়ে নজর দিতে অনুরোধ করে। রেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, কোরোনা সংক্রমণের পূর্বে লোকাল ট্রেনে 80 লাখ যাত্রী যাতায়াত করত। কিন্তু বর্তমানে তাদের পক্ষে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে পরিষেবা দিতে হলে 22লাখের বেশি যাত্রী নেওয়া সম্ভব নয়। প্রশাসন সে কথায় রাজি হওয়ার পরে শুধু জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরই ট্রেনে সফর করার অনুমতি দেওয়া হল ।

ABOUT THE AUTHOR

...view details