পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রথম ঢেউ ছাপিয়ে একদিনে সর্বোচ্চ সংক্রমণ মুম্বইয়ে, আক্রান্ত 8,646 - প্রাণ গেল 18 জনের

টেস্টের সংখ্যা বাড়ানোর কথা মাথায় রেখে বেসরকারি ক্ষেত্রে টেস্টের খরচ 1 হাজার টাকা থেকে কমিয়ে 500 টাকা করা হয়েছে ৷ ব়্যাপিড অ্যান্টিজ়েন টেস্টের খরচও আগের থেকে কমানো হয়েছে মহারাষ্ট্রে ৷

8646-covid-positive-cases-in-mumbai-highest-single-day-spike
8646-covid-positive-cases-in-mumbai-highest-single-day-spike

By

Published : Apr 2, 2021, 8:32 AM IST

মুম্বই, 2 এপ্রিল: একদিন সর্বোচ্চ সংক্রমণ মুম্বইয়ে ৷ মহারাষ্ট্র সরকার জানাল এই তথ্য ৷ বাণিজ্যনগরীতে গত 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছেন 8,646 জন ৷ যা গত বছর শহরে মহামারীর আবির্ভাবের পর থেকে একদিনে সবচেয়ে বেশি ৷ এইসঙ্গে গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 18 জনের ৷

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে ৷ প্রথমবারের মতো দ্বিতীয়বারেও বিপজ্জনক হারে সংক্রমণ বাড়ছে মহারাষ্ট্রে ৷ যে কারণে কোভিড বিধি নিয়ে কড়াকড়ি শুরু করেছে মহারাষ্ট্র প্রশাসন ৷ টেস্টের সংখ্যা বাড়ানোর কথা মাথায় রেখে বেসরকারি ক্ষেত্রে টেস্টের খরচ 1 হাজার টাকা থেকে কমিয়ে 500 টাকা করা হয়েছে ৷ ব়্যাপিড অ্যান্টিজ়েন টেস্টের খরচও আগের থেকে কমানো হয়েছে ৷

আরও পড়ুন: ফ্রান্সে জারি তৃতীয় দফার লকডাউন

এদিন মহারাষ্ট্র কোভিড 19 টাস্ক ফোর্সের প্রধান ড. সঞ্জয় ওক বলেন, একজন করোনা আক্রান্ত 400 জনকে সংক্রমিত করতে পারে ৷ অতএব, মাস্কের ব্যবহার, পরিচ্ছন্নতা, শারীরিক দূরত্ব বজায় রাখা ছাড়া উপায় নেই ৷

প্রথমবারের মতোই কোভিডের দ্বিতীয় ডেউয়ে নাজেহাল মহারাষ্ট্রে ইতিমধ্যে রাত্রিকালীন কারফিউ জারি হয়েছে ৷ মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে প্রশাসনের আধিকারিকদের সম্পূর্ণ লকডাউনের জন্য তৈরি থাকতে বলেছেন ৷ এরই মধ্যে গত 24 ঘণ্টায় রেকর্ড সংক্রমণের নজির গড়ল রাজ্য ৷

ABOUT THE AUTHOR

...view details