পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Age no Bar: বয়সকে তুড়ি মেরে 84 বছরে ডি.লিট পেয়ে তাক লাগালেন বেনারসের বাসিন্দা - Age no Bar

ইচ্ছের কাছে বয়স যে কোনও বাধা হতে পারে না তা ফের প্রমাণিত(Age no Bar)৷ উত্তরপ্রদেশের বেনারসের বাসিন্দা অমলধারী সিং 84 বছর বয়সে ডি.লিট ডিগ্রি অর্জন করলেন ৷

Age no Bar
84 বছরে ডি লিট পেয়ে তাক লাগালেন বেনারসের বাসিন্দা

By

Published : Jun 27, 2022, 11:06 PM IST

বারাণসী, 27 জুন: বয়স যে কেবল সংখ্যামাত্র তা ফের প্রমাণ করে দিলেন বেনারসের বাসিন্দা অমলধারী সিং ৷ জ্ঞান অর্জনের জন্য বয়সকে বাধা হতে দেননি ৷ সবচেয়ে বয়স্ক প্রার্থী হিসেবে 84 বছর বয়সে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি (84 year old Amaldhari Singh gets dlit from Banaras Hindu University)পান তিনি ৷ 'ঋকবেদের বিভিন্ন শাস্ত্রীয় সংহিতার তুলনা ও সমালোচনামূলক অধ্যয়ন' বিষয়ে ডি.লিট উপাধিতে সম্মানিত হন অমলধারী সিং ৷

1938 সালের 22 জুলাই উত্তরপ্রদেশের জৌনপুর জেলায় জন্মগ্রহণ করেন অমলধারী সিং ৷ তিনি শৈশব থেকেই মেধাবী ছিলেন ৷ 1966 সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে পি এইচ ডি করেন ৷ তিনি চার বছর বিএইচইউতে এনসিসির ওয়ারেন্ট অফিসার হিসাবে কাজ করতেন ৷

আরও পড়ুন :বয়স সংখ্যামাত্র, 84 বছরে পিএইচডি করে নজির আইআইটি প্রাক্তনীর

1967 সালে তিনি যোধপুর বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দিয়ে 11 বছর কাজ করেন ৷ এরপর 1999 সাল পর্যন্ত রায়বেরেলির পিজি কলেজে শিক্ষকতা করেন ৷ অবসর গ্রহণের পর তিনি বিএইচইউ-এর বৈদিক দর্শন বিভাগে কাজ করার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যান ৷ এরপর 2021 সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে তাঁকে ডি.লিট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ অবশেষে 2022-এর 23 জুন তাঁকে ডি.লিট ডিগ্রি দেওয়া হয় ৷

এই বয়সে ডি.লিট পেয়ে অমলধারী সিং বলেন, "আমি সুস্থ এবং অন্যান্য ছাত্রদের মতোই ৷ পড়াশোনা কখনও ক্লান্ত করে না, এটা ভালো অনুভব করায় ৷"

তাঁর ছেলে বিক্রম প্রতাপ সিংয়ের কথায়, "বাবার দীর্ঘদিন ধরেই বেদ ও সনাতন ধর্মের প্রতি ঝোঁক ছিল ৷ আমরা ওঁনার কাছে অনুপ্রেরণা ও শক্তি পেতাম ৷ আমরাও জ্ঞানের এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর ৷"

আরও পড়ুন :ভালবাসার কাছে হার মানল বয়স, বৃদ্ধাশ্রমেই বিয়ের ফুল ফুটল সুব্রত-অপর্ণার

ABOUT THE AUTHOR

...view details