পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে 84 লাখেরও বেশি করোনার টিকা মজুত রয়েছে, দাবি কেন্দ্রের - 84 লাখেরও বেশি করোনার টিকা মজুত

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এখনও পর্যন্ত কতটা পরিমাণে করোনার টিকা সরবরাহ করেছে কেন্দ্র ? শনিবার তারই একটা হিসাব দিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ৷ তাদের দাবি, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির হাতে 84 লাখেরও বেশি করোনার টিকা মজুত রয়েছে ৷ আগামী তিন দিনের মধ্যে তাদের আরও 53 লাখের বেশি ডোজ সরবরাহ করা হবে ৷

84 L vaccine doses still available with states, UTs; 17.49 cr doses supplied: Centre
রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে 84 লাখেরও বেশি করোনার টিকা মজুত রয়েছে, দাবি কেন্দ্রের

By

Published : May 8, 2021, 5:24 PM IST

নয়াদিল্লি, 8 মে :এই মুহূর্তে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির হাতে 84 লাখেরও বেশি করোনার টিকা মজুত রয়েছে ৷ আগামী তিনদিনের মধ্যে তাদের আরও 53 লাখেরও বেশি ডোজ সরবরাহ করা হবে ৷ শনিবার এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় সরকার ৷

এদিন একটি বিবৃতি জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়, এখনও পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে 17 কোটি 49 লাখ টিকার ডোজ সরবরাহ করা হয়েছে ৷ যার মধ্যে প্রায় 16 কোটি 70 লাখ ডোজ ব্যবহার করা হয়েছে ৷

একদিকে যখন টিকার অভাবে ধুঁকছে সারা দেশ, ঠিক তখনই টিকার অপচয় নিয়েও তথ্য দিয়েছে কেন্দ্র ৷ যা অবশ্যই উদ্বেগের ৷ স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশ করা বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত যে তথ্য মিলেছে, সেই মোতাবেক, করোনা টিকার যত ডোজ গোটা দেশের বণ্টন করা হয়েছে (ব্যবহৃত ও অপচয় মিলিয়ে), তার মোট পরিমাণ 16 কোটি 65 লাখ 49 হাজার 583 ৷ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির হাতে 84 লাখেরও বেশি করোনার টিকা এই মুহূর্তে মজুত রয়েছে ৷

আরও পড়ুন :করোনা আক্রান্তদের ডিআরডিও-র তৈরি ওষুধ জরুরি ভিত্তিতে দেওয়ায় ছাড়পত্র

বিবৃতিতে প্রকাশ করা হিসেব বলছে, রাজধানী দিল্লিকে এখনও পর্যন্ত 40 লাখ 22 হাজার টিকা দেওয়া হয়েছে ৷ যার মধ্যে ব্যবহার করা হয়েছে 36 লাখ 9 হাজার টিকা ৷ অর্থাৎ দিল্লি সরকারের হাতে এখনও 4 লাখ 12 হাজার টিকা মজুত রয়েছে বলে দাবি স্বাস্থ্য মন্ত্রকের ৷

ABOUT THE AUTHOR

...view details