পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনায় আক্রান্ত দিল্লির এক হাসপাতালের 80 স্বাস্থ্যকর্মী, প্রয়াত এক চিকিৎসক

করোনায় আক্রান্ত অন্তত 80 জন স্বাস্থ্যকর্মী ৷ প্রয়াত এক চিকিৎসক ৷ গত এক মাসের মধ্যে এই ঘটনা ঘটেছে দিল্লির সরোজ সুপার স্পেশালিটি হাসপাতালে ৷ শোকস্তব্ধ হাসপাতালের কর্মী ও চিকিৎসকরা ৷

By

Published : May 9, 2021, 4:41 PM IST

80 health workers in a delhi hospital are covid positive, one doctor die
করোনায় আক্রান্ত হাসপাতালের 80 জন স্বাস্থ্যকর্মী, প্রয়াত এক চিকিৎসক

নয়াদিল্লি, 9 মে : গত একমাসের মধ্য়েই করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত 80 স্বাস্থ্যকর্মী ৷ ভ্য়াকসিন নেওয়ার পরও মৃত্য়ু হয়েছে কোভিড আক্রান্ত চিকিৎসকের ৷ মহামারির আবহে এমনই ভয়াবহ ছবি দেখা গেল দিল্লির একটি হাসপাতালে ৷

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়ে গত এক মাসে দিল্লির সরোজ সুপার স্পেশালিটি হাসপাতালের অন্তত 80 জন স্বাস্থ্যকর্মী ভয়ঙ্কর ভাইরাসের কবলে পড়েন ৷ কোভিডের শিকার হন এ কে রাওয়াত নামে হাসপাতালেরই এক শল্যচিকিৎসক ৷ তাঁর বয়স হয়েছিল 58 বছর ৷ করোনায় আক্রান্ত হওয়ার পরই মৃত্য়ু হয় তাঁর ৷

সংবাদমাধ্যমের কাছে এই তথ্যের সত্য়তা স্বীকারও করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ তাদের তরফে হাসপাতালের চিফ মেডিক্য়াল অফিসার পি কে ভরদ্বাজ বলেন, ‘‘ড. এ কে রাওয়াত আমার জুনিয়র ছিলেন ৷’’ গোটা ঘটনায় তিনি যে বিধ্বস্ত, তাও জানিয়েছেন চিকিৎসক ভরদ্বাজ ৷

আরও পড়ুন :10 মে থেকে আরও 14 দিনের লকডাউন পুদুচেরিতে

প্রয়াত সহকর্মীর সম্পর্কে বলতে গিয়ে পি কে ভরদ্বাজ বলেন, ‘‘তিনি (চিকিৎসক রাওয়াত) অত্যন্ত সাহসী মানুষ ছিলেন ৷ বাঁচার জন্য লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছিলেন ৷ আমাকে বলেছিলেন, আমি ভাল আছি ৷ আমি টিকাও নিয়েছি ৷’’

এরপরও অবশ্য শেষ রক্ষা হয়নি ৷ গোটা ঘটনায় শোকস্তব্ধ হাসপাতালের কর্মী ও চিকিৎসকরা ৷

ABOUT THE AUTHOR

...view details