বেতুল (মধ্যপ্রদেশ), 10 ডিসেম্বর: গভীর নলকূপ থেকে বের করে আনা হল 8 বছরের তন্ময় সাহুকে ৷ শনিবার ভোর ভোর বেতুলের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে ৷ কিন্তু সেখানে পৌঁছনোর 1 ঘণ্টার মধ্য়েই তার মৃত্যু হয় বলে জানিয়েছে জেলা প্রশাসন ৷ মধ্যপ্রদেশের বেতুল জেলায় একটি 55 ফুট গভীর নলকূপের মধ্যে পড়ে গিয়েছিল সে ৷ তাকে উদ্ধার করতে প্রায় 80 ঘণ্টা সময় লেগেছে ৷ (Tanmay Sahu who fell in a borewell in Betul has been rescued) ৷ কিন্তু শেষমেশ সব চেষ্টা ব্যর্থ হল ৷
সূত্রে জানা গিয়েছে, 6 ডিসেম্বর বিকেল 5টা নাগাদ চাষের মাঠে খেলতে খেলতে হঠাৎ সে একটি গভীর নলকূপের মধ্যে পড়ে যায় ৷ নাবালকের দিদি ঘটনাচক্রে তাকে গভীর নলকূপের মধ্যে পড়ে যেতে দেখেছিল ৷ তাই ঘটনার এক ঘণ্টা পরেই উদ্ধারকার্য শুরু হয় ৷ বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ৷