মুম্বই, 9 জানুয়ারি: ঊর্ধ্বতন আধিকারিকদের হাতে ধর্ষণের শিকার হয়েছেন আটজন মহিলা পুলিশ কর্মী ৷ এমনই গুরুতর অভিযোগ উঠেছে মুম্বই পুলিশের বিরুদ্ধে ৷ বর্তমানে এই সংক্রান্ত অভিযোগের একটি চিঠি ভাইরাল হয়েছে ৷ ওই ভাইরাল চিঠিকে ঘিরে শোরগোল মুম্বই পুলিশে ৷ যদিও চিঠিকে ভুয়ো বলে অভিযোগ উড়িয়ে দিয়েছেন মুম্বই পুলিশের আধিকারিকরা ৷ উলটে চিঠি পাঠিয়ে যারা পুলিশের মানহানি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে ।
এই চিঠিটি বর্তমানে মুম্বই পুলিশের আধিকারিক ও কর্মীদের মোবাইল ফোনে ঘোরাফেরা করছে । শুক্রবার থেকে ভাইরাল হওয়া এই চিঠি আলোড়ন সৃষ্টি করেছে । এই চিঠিতে পুলিশের ডেপুটি কমিশনার, দুই পুলিশ ইন্সপেক্টর এবং তিনজন পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মুম্বই পুলিশের মোটর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আট মহিলা পুলিশকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে ।
ইটিভি ভারতের সঙ্গে কথা বলার সময় মুম্বই পুলিশের অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের জয়েন্ট কমিশনার অফ পুলিশ এস জয়কুমার জানিয়েছেন, ভাইরাল চিঠিটি ভুয়ো । মুম্বই পুলিশ এই চিঠি সম্পর্কে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে ৷ তদন্তের সময় চিঠিতে উল্লেখ করা আট মহিলার মধ্যে ছয় মহিলাকে ডাকা হয় এবং চিঠিতে করা অভিযোগগুলি সম্পর্কে তাঁদের থেকে জানতে চাওয়া হয় ।
তাঁর কথায়, ওই ছয় মহিলা পুলিশ জানিয়েছেন বিষয়টি সত্যি নয় ৷ কাজ করতে তাঁদের কোনও সমস্যা হচ্ছে না । এছাড়াও এই মহিলারা পুলিশকে এও জানিয়েছেন, যে এই চিঠিতে স্বাক্ষরগুলি তাঁদের নয় এবং তাঁরা এই চিঠিটি পাঠাইনি ৷ বিনা কারণে পুলিশের মানহানি করা হচ্ছে । চিঠিতে উল্লেখ করা বাকি দুই মহিলা মুম্বইয়ের বাইরে ছুটি কাটাতে গিয়েছেন ৷ তাই পুলিশের জিজ্ঞাসাবাদে অংশ নিতে পারেননি বলে জয়েন্ট কমিশনার দাবি করেন ।
আরও পড়ুন:
- মেটাভার্সে ভার্চুয়াল গণধর্ষণ ! ব্রিটিশ নাবালিকার অভিযোগের তদন্ত শুরু
- কর্ণাটকে মহিলাকে দু’বার অর্ধনগ্ন করে মারধর, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ
- প্রতিবেশীর সঙ্গে বিবাদের জের, যুবকের ঘুষিতে মৃত্যু হল ব্যক্তির