পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 8, 2022, 10:10 PM IST

ETV Bharat / bharat

Siliguri Mahakuma Parishad Election : শিলিগুড়িতে সবুজ-ঝড়, মহকুমা পরিষদ নির্বাচনের 8 আসনে জয়ী তৃণমূল কংগ্রেস

মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ছিল । বেশ কয়েকজন নির্দল প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার ফলে ফাঁসিদেওয়া ব্লকের বিধান নগর 1 নম্বর ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 8 জন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় (8 TMC Candidate win in Siliguri Mahakuma Parishad Election) ।

Siliguri Subdivision Council Election News
মহকুমা পরিষদ নির্বাচনের 8 আসনে জয়ী তৃণমূল কংগ্রেস

ফাঁসিদেওয়া, 8 জুন : শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় 8টি আসনে জয়ী হল শাসকদলের প্রার্থীরা । পাশাপাশি একটি আসনে জয়ী হল আদিবাসী বিকাশ পরিষদ । মিষ্টিমুখের পাশাপাশি সবুজ আবিরে মেতে উঠলেন বিজয়ী প্রার্থীরা (8 TMC Candidate win in Siliguri Mahakuma Parishad Election)।

শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটের ঘোষণার পরই শাসকদল থেকে শুরু করে বিরোধী দলের নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা দিতে ব্যস্ত হয়ে উঠেছিল । এরই মধ্যে মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ছিল । বেশ কয়েকজন নির্দল প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার ফলে ফাঁসিদেওয়া ব্লকের বিধান নগর 1 নম্বর ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 8 জন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় । তারপরেই অকাল হোলিতে মেতে ওঠেন তৃণমূলের কর্মী-সমর্থকরা ।

মঙ্গলবার তৃণমূলের বিক্ষুব্ধ নির্দল প্রার্থী পীযূষ সিং গ্রাম পঞ্চায়েতের সদস্য আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার ফলে 11 নম্বর আসনের তৃণমূল প্রার্থী সুমন মণ্ডল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন । পাশাপাশি রিতা সিং 17 নম্বর আসন থেকে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার ফলে বিনা প্রতিদ্বন্দিতায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির পদে জেতেন প্রনবেশ মণ্ডল ।

8 আসনে জয়ী তৃণমূল কংগ্রেস

পাশাপাশি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান টুলটুলি সরকার 16 নম্বর আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত সমিতিতে জয়ী হন । গ্রাম পঞ্চায়েতের সদস্য সুমন সরকার, সাগর পাল, শামসুল নেহার, দীপিকা সিংহ, ভবেশ সিংহ ও বিধাননগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে ঝর্ণা সরকার, ওই 6 জন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ।

আরও পড়ুন : ভোট করতে না দিয়েই ক্ষমতায় এসেছে তৃণমূল, মন্তব্য দিলীপের

ফলে ফাঁসিদেওয়ার 2টি পঞ্চায়েত সমিতির আসন, বিধাননগর 1 গ্রাম পঞ্চায়েতে 6টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতে রাজ্যের শাসকদল । অন্যদিকে, রানিগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতেন আদিবাসী বিকাশ পরিষদের পুষ্পা ওঁরাও লাকড়া ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details