পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শরদ পাওয়ারের বাড়িতে বাম-তৃণমূল সহ আট দলের বৈঠক, তবু তৃতীয় ফ্রন্টে রাখঢাক - শরদ পাওয়ারের বাড়িতে বৈঠক

শরদ পাওয়ারের বাড়িতে পিকে-র সঙ্গে বৈঠক ঘিরে তৃতীয় ফ্রন্টে তৈরির জল্পনা ছড়িয়েছিল ৷ তা উড়িয়ে দেন স্বয়ং পিকে ৷ গতকাল আটটি দল মিলিত হলেন এনসিপি প্রধানের বাড়িতে ৷ তাও দাবি এটা নাকি রাজনৈতিক বৈঠক নয় ৷

এনসিপি প্রধান শরদ পাওয়ার
এনসিপি প্রধান শরদ পাওয়ার

By

Published : Jun 23, 2021, 7:38 AM IST

নয়াদিল্লি, 23 জুন : তৃতীয় ফ্রন্টের জল্পনা উড়িয়ে দিলেও গতকাল এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে যশবন্ত সিনহার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি (আপ), বাম-সহ আটটি দলের বৈঠক হয় । যদিও কংগ্রেস কোনও প্রতিনিধি সেখানে ছিলেন না ।

উপস্থিত ছিলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা, আরএলডি-র জয়ন্ত চৌধুরী, সমাজবাদী পার্টির ঘনশ্যাম তিওয়ারি, আপ নেতা সুশীল গুপ্তা, সিপিআই-এর বিনয় বিশ্বাম, সিপিএম-এর নীলোৎপল বসু-সহ আরও অনেকে ৷ শুধু রাজনৈতিক নেতা হয়, ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি এপি শাহ, প্রাক্তন অ্যাম্বাসাডর কেসি সিং, প্রবীণ আইনজীবী কেটিএস তুলসী, প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি, এমনকি গীতিকার জাভেদ আখতার ৷

আরও পড়ুন : জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার সঙ্গে কোনও আপস নয় : মেহবুবা

রাষ্ট্র মঞ্চের প্রধান যশবন্ত সিনহা শরদ পাওয়ারের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন । তিনিই এই বৈঠকের উদ্যোক্তা বলে জানিয়েছেন এনসিপি নেতা প্রফুল প্যাটেল ৷ রাষ্ট্র মঞ্চের প্রধান নেতাও বলেন, "বর্তমান বিতর্কিত ঘটনাগুলি" নিয়ে আলোচনা করার কথা তিনি জানিয়েছিলেন যশবন্ত সিনহাকে ৷

তবে এই বৈঠক রাজনৈতিক নয় বলে দাবি করলেন এনসিপি-র আরেক নেতা মাজিদ মেনন । তিনি বলেন, "এই বৈঠকের আহ্বায়ক শরদ পাওয়ার নয়, যশবন্ত সিনহা ৷ এটা রাজনৈতিক বৈঠক নয় ৷" আর কংগ্রেসকে বাদ দিয়ে তৃতীয় ফ্রন্ট গঠনের পরিকল্পনা হতেই পারে না ৷ তবে একই চিন্তাধারার মানুষদের ডাকা হয়েছিল, জানালেন মাজিদ ৷ বাম নেতা নীলোৎপল বসুও মাজিদের সুরে সুর মিলিয়ে জানালেন রাজনৈতিক বৈঠক নয়, বর্তমান কোভিড পরিস্থিতি, বিভিন্ন প্রতিষ্ঠানের উপর "আক্রমণ", বেকারত্ব নিয়ে আলোচনা হয়েছে মাত্র ৷

তবু 2024-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি-র বিরুদ্ধে জোট গঠনের তোড়জোর শুরু করেছে বিরোধী দলগুলি, এ ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷

ABOUT THE AUTHOR

...view details