ভাবনগর, 25 জুলাই: এবার গুজরাতে বিষমদ খেয়ে প্রাণ গেল বেশ কয়েকজনের ৷ অন্তত 8 জনের প্রাণ গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ পাশপাশি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 10 জন ৷ জানা গিয়েছে এই 8 জনের মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে ঢানঢুকায় ৷ আর বাকি দু'জনের প্রাণ গিয়েছে বোতাদের হাসপাতালে (6 people died in Dhandhuka and two in Botad Hospital) ৷
সূত্রের দাবি বোতাদ জেলার একটি গ্রামে বিষমদ খেয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন ৷ মোট 10 জনকে হাসপাতালে ভর্তি করতে হয় ৷ তাছাড়া ভাবনগর থেকে চিকিৎসকদের একটি দলকেও ওই গ্রামে পাঠানো হয়েছে বলে খবর ৷