উত্তর কন্নড় (কর্ণাটক), 2 অগস্ট: মোবাইল চার্জারের পিন মুখে দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল আট মাসের শিশুর ৷ বুধবার এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের উত্তর কন্নড় জেলার কারওয়ার তালুকের সিদ্দারে ৷ এদিন সকালে বাড়ির সুইচ বোর্ডে মোবাইলের চার্জারটি লাগানো ছিল ৷ সেই সময় বোর্ডের প্লাগের সুইচ অফ ছিল না ৷ এই সময় শিশুটি চার্জারের পিনটি মুখে দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় ৷ তড়িঘড়ি তাকে জেলা হাসপাতালে নিয়ে আসা হলেও শেষরক্ষা হয়নি ৷ কর্তব্যরত চিকিৎসকরা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে ৷
সন্তানের মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েন শিশুটির বাবা সন্তোষ কালগুটকর ৷ তিনি একটি সংস্থায় চুক্তিবদ্ধ কর্মচারী হিসেবে কাজ করেন ৷ সন্তানের মৃত্যুর খবর শুনেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন ৷ তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় সিদ্দার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৷
মৃত শিশু সানিধ্যা ছিল তাঁর তৃতীয় মেয়ে ৷ আজ তাঁর অন্য দুই মেয়েরও জন্মদিন ৷ তাই সকলেই ভীষণ হাসিখুশি ছিল ৷ তারমধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় ৷ এক লহমায় সমস্ত খুশি বিষাদে পরিণত হয় ৷ বিষয়টি নিয়ে গ্রামীণ থানায় একটি অভিযোগ দায়ের করা হয় ৷
বাড়িতে বাচ্চা থাকলে আমাদের সবারই সতর্ক থাকা উচিত ৷ কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই বেশিরভাগ সময় ফোন, ল্যাপটপ ইত্যাদি জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে ৷ সবচেয়ে ভুল যেটা আমরা করে থাকি তা হল চার্জ হয়ে যাওয়ার পর সংশ্লিষ্ট ফোন বা ল্যাপটপ খুলে নিলেও চার্জার তখনও প্লাগে গোঁজাই থাকে সুইচ অন অবস্থায় ৷ যা থেকে ছোট বড় যে কারওরই বিপদ ঘটতে পারে ৷ তাই চার্জ দেওয়া বা তা খোলার পর তৎক্ষণাৎ চার্জার আনপ্লাগ করা অর্থাৎ খুলে নেওয়া ও সুইচ অফ করা জরুরি ৷ আর বাড়িতে বাচ্চা থাকলে এই সব জিনিস থেকে দুর্ঘটনা এড়াতে সবকিছু খুব সাবধানে ব্যবহার করা উচিত ৷ ব্যবহারের পরও তা বাচ্চার থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা প্রয়োজন৷
আরও পড়ুন: ভালোবেসে বিয়ের দু'মাসের মধ্যেই তালাকের চিঠি, স্বামীর বিরুদ্ধে থানায় মহিলা