নয়াদিল্লি, 4 জুন : মেহুল চোক্সিকে (Mehul Choksi) ছাড়াই ফিরে আসছে সিবিআই-সহ আট সদস্যের দল ৷ ডমিনিকা হাইকোর্ট মেহুলের হিবিয়াস করপাস মামলায় জুলাই পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে ৷ আপাত জুলাই পর্যন্ত সেখানেই জেলে থাকবে হিরে ব্যবসায়ী ৷ আজ রাত এগারোটা নাগাদ বিশেষ দলটি দিল্লি পৌঁছাবে ৷
আট সদস্যের এই দলে ইডি-র আধিকারিক-সহ সিবিআইয়ের ব্যাঙ্ক সিকিউরিটিস অ্যান্ড ফ্রডস (মুম্বই)-এর প্রধান রয়েছেন ৷ এঁরা সবাই ডমিনিকায় সরকারের পক্ষের আইনজীবীকে আইনি সাহায্য করতে গিয়েছিলেন ৷
সূত্রের খবর, "চোক্সি ডমিনিকার নাগরিক নয়, তাই ওই দ্বীপে সে কোনও মৌলিক অধিকার দাবি করতে পারে না ৷"
আরও পড়ুন : মেহুল চোক্সিকে ভারতে ফেরাতে চলবে সবরকম চেষ্টা, জানাল বিদেশমন্ত্রক